Shah Rukh Khan News: কিং খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক-অভিনেতার

Shah Rukh Khan News: কিং খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক-অভিনেতার

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 07, 2023 | 10:52 PM

SRK: কিং খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের অভিনেতা মাহনুর বালোচ। তাঁর বক্তব্য, অভিনয়টা নাকি ঠিকঠাক করতেই পারেন না ‘বাদশা’। বালোচ এ-ও মনে করেন, শাহরুখ খান বড় ব্যবসায়ী—নিজের ‘মার্কেটিং’ কী করে করতে হবে, তা তিনি বেশ ভালই জানেন।

‘শাহরুখ অভিনয় জানেন না’
কিং খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের অভিনেতা মাহনুর বালোচ। তাঁর বক্তব্য, অভিনয়টা নাকি ঠিকঠাক করতেই পারেন না ‘বাদশা’। বালোচ এ-ও মনে করেন, শাহরুখ খান বড় ব্যবসায়ী—নিজের ‘মার্কেটিং’ কী করে করতে হবে, তা তিনি বেশ ভালই জানেন।

রণবীর-দীপিকার বিচ্ছেদ?
৬ জুলাই ছিল রণবীর সিংয়ের ৩৮তম জন্মদিন। ফ্যান ক্লাব থেকে কাছের বন্ধুরা যখন সিংয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন এক দিন পার হয়ে গেলেও দীপিকার প্রোফাইল থেকে স্বামীর জন্য ভেসে আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। PDA অর্থাৎ পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন-এর যুগে এই ঘটনাই সৃষ্টি করেছে নতুন গসিপের। ফ্যানেদের প্রশ্ন, “তবে কি সত্যিই ভাল নেই সব কিছু?”

ট্রোল্ড হলেন ‘মিঠাই’
‘প্রধান’ ছবিতে দেবের হিরোইনের অফার আসার পর থেকেই নিজেকে ক্রমাগত ভাঙতে শুরু করেছেন সৌমিতৃষা কুন্ডু ওরফে ‘মিঠাই’। বোল্ড ফটোশুটে তাঁকে দেখে অনুরাগীরাও বিস্মিত, হল কটাক্ষ। ‘গার্ল নেক্সট ডোর’ তকমা ঘুচিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করতেই তাঁকে নিয়ে হচ্ছে সমালোচনা।

শিলাজিতের প্রতিবাদ
নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স বা NABC-তে গিয়ে চরম হেনস্থা ও অব্যবস্থার মুখে পড়তে হয়েছে বাংলার শিল্পীদের–এই অভিযোগেই এখন উত্তাল সামাজিক মাধ্যম। এবার এ নিয়ে বোমা ফাটালেন গায়ক শিলাজিৎ মজুমদার। তিনি বলেন, “আমি কোনওদিন বিদেশে, বাঙালিদের অনুষ্ঠানে গান গাইতে যাইনি। বোধহয় আমি এক মাত্র গায়ক এ দেশে যে তিরিশ বছর ধরে গান গেয়ে খাই। কিন্তু বিদেশি বাঙালিদের পয়সায় খাইনি। একজন খুব কাছের মিউজিসিয়ান তো আমাকে বোকা-ও বলেছিল। আজকে নিজেকে বোকা মনে হচ্ছে না, ওর মুখটা ভাসছে।”

‘পঞ্চমী’তে নেই রাজদীপ
সিরিজ থেকে ধারাবাহিক… Gen Zed-এর পছন্দের অভিনেতা রাজদীপ গুপ্ত। বেশ কিছু মাস ধরে তাঁকে দেখা যাচ্ছিল ‘পঞ্চমী’ ধারাবাহিকে। কিন্তু সেই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন তিনি। রাজদীপ জানিয়েছেন, গল্পের প্লট অনুযায়ীই এই সিদ্ধান্ত, নেপথ্যে অন্য কোনও কারণ নেই।

সন্তানহারা কাবো
‘সারেগামাপা’খ্যাত গায়ক অ্যালবার্ট কাবোর জীবনে আচমকাই ছন্দপতন। প্রয়াত তাঁর একরত্তি মেয়ে ইভলিন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল সে। মেয়ের মৃত্যুসংবাদ শেয়ার করে কাবো লেখেন, “আমাদের গল্পটা শেষ হয়ে গেলেও সফরনামার ইতি এখানেই নয়। জীবনের সবচেয়ে সুন্দর গানটা তুমিই গেয়েছিলে। তুমি সেই ধ্রুবতারা, যে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে।”

হুমা কুরেশির উপলব্ধি
সাম্প্রতিক মার্কিন সফরে ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার সেই ঘটনার রেশ টেনেই ভারতীয় মুসলিমদের অধিকার নিয়ে অভিনেত্রী হুমা কুরেশিকেও প্রশ্ন করা হয়। উত্তরে হুমা বলেন, “আমার কখনও মনেই হয়নি আমি মুসলিম। এ দেশে বাস করে কখনও মনে হয়নি আমি আলাদা।”

রিকির বিবাহবিচ্ছেদ
ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন পপ তারকা রিকি মার্টিন। সমকামী রিজি ২০১৭ সালে সুইডিশ চিত্রকর জোয়ান ইয়োসেফকে বিয়ে করেন। কিন্তু সেই দাম্পত্যে চিড়। এক যৌথ বিবৃতির মাধ্যমে এ খবর শেয়ার করেছেন রিকি ও তাঁর পার্টনার জোয়ান।

মাতৃহারা মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তীর পরিবারে বড় বিপর্যয়। স্বজনহারা হলেন অভিনেতা তথা বিজেপি নেতা। প্রয়াত তাঁর মা শান্তিরানি চক্রবর্তী। রাজনৈতিক বিভাজন ভুলে দুঃসময়ে অভিনেতার পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।