Shah Rukh Khan: ১০০০ কোটির সিনেমা থেকে হঠাৎ কেন মুখ ফেরালেন শাহরুখ?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 03, 2023 | 9:40 PM

Jawan 2: না, স্পষ্ট করে এ কথা জানিয়ে দেননি শাহরুখ খান। তবে তাঁর ইঙ্গিত ছিল খানিকটা এমনই। জন্মদিনে এক ভক্তের প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি জানালেন, চাইলে এখনই তিনি 'জওয়ান ২' বানিয়ে নিতে পারেন। তবে তিনি চান দর্শকদের নতুন-নতুন স্বাদের ছবি, চরিত্র উপহার দিতে। তাই এখন-ই যে জওয়ান ২ তৈরি হচ্ছে না, তা স্পষ্ট হয়ে গেল একপ্রকার।

প্রয়াত গৌতম হালদার
প্রয়াত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম হালদার। কেবল বিদ্যা নন, রাখি গুলজ়ারকেও গৌতম হালদার পরিচালনা করেছিলেন ‘নির্বাণ’ ছবিতে। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌতম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ।

কলকাতায় বিদ্যা
না, ভোলেননি তিনি। হাতে ধরে যে মানুষটা একদিন শিখিয়েছিলেন সমস্তটাই তাঁকে, সেই ‘প্রথম’ পরিচালক গৌতম হালদারের মৃত্যুতে কলকাতা আসবেন বলে জানিয়েছেন বিদ্যা বালান। বাংলা থেকেই শুরু হয়েছিল বিদ্যার সিনেজগতের যাত্রা। তাঁর প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক ছিলেন গৌতম হালদার। ২০০৩ সালে বিদ্যা অভিনীত ‘ভাল থেকো’ মুক্তি পায়। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জন্মদিন’ গল্প অবলম্বনেই তৈরি হয়েছিল এই ছবি।

রাজের ‘বাউন্ডারি’
রাজ চক্রবর্তীর জন্মদিনে লিপলকের ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সে নিয়ে কম সমালোচনা হয়নি। এবার শুভশ্রীর জন্মদিনে নিজেকে খানিকটা সামলে নিতে দেখা গেল রাজকে। গালে চুমু খাওয়ার ছবি দিলেও সিলেবাস থেকে বাদ লিপকিস। হাজার হোক তিনি বিধায়ক! ট্রোলিংয়ের ভয়েই কি এই সিদ্ধান্ত তাঁর? নেটিজেনদের ধারণা যদিও তেমনটাই।

ট্যাবু ভাঙলেন নন্দিনী
তিনি মধ্যবয়স্কা, তাঁর মধ্যে আবার বাংলা ধারাবাহিকের দজ্জাল শাশুড়ির চরিত্রে রোজ হাজির হন ড্রয়িংরূমে। এ হেন নন্দিনী চট্টোপাধ্যায়কে সমুদ্রতটে বিকিনিতে দেখে রে-রে করে উঠেছিলেন সকলে। হয়েছিল সমালোচনাও। কিন্তু ট্রোলারকে বুড়ো আঙুল দেখিয়ে নন্দিনী এবার দিলেন বিকিনিতে এক ভিডিয়ো। একই সঙ্গে নিজের লেখা এক কবিতাও শোনালেন পাঠ করে।

ডেঙ্গিতে আক্রান্ত শ্রাবণী
রুবেল দাসের পর টেলিপাড়ায় আরও এক অভিনেত্রী আক্রান্ত ডেঙ্গুতে। তিনি শ্রাবণী ভুঁইয়া। যাকে দেখা গিয়েছে ‘জীবনসাথী’, ‘মাধবীলতা’, ‘মুকুট’-সহ বেশ কিছু ধারাবাহিকে, একেবারে মুখ্য ভূমিকায়। TV9 বাংলাকে অভিনেত্রী বলেন, “আগের থেকে এখন অনেকটা ভাল আছি। মাঝে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে, ভাষায় বলতে পারব না। প্লেটলেট কাউন্টও বেড়েছে।”

শাহরুখের জন্মদিনে পার্টি
বৃহস্পতিবার রাতভর চলল শাহরুখ খানের ৫৮তম জন্মদিনের বিশেষ সেলিব্রেশন। গোটা বলিউডকে উপস্থিত থাকতে দেখা গেল এই রাতপার্টিতে। বর্তমানে প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী জুটি, এমনকি প্রাক্তনদের এক সঙ্গে দেখা গেল। যেমন বহুদিন পর একই পার্টিতে হাজির হতে দেখা গেল দীপিকা পাড়ুকোন ও মহেন্দ্র সিং ধোনিকে। ফলে বলিপাড়ার এই গালা সেলিব্রেশন খবরের শিরোনামে জায়গা করে নিল রাতারাতি।

হচ্ছে না ‘জওয়ান ২’?
না, স্পষ্ট করে এ কথা জানিয়ে দেননি শাহরুখ খান। তবে তাঁর ইঙ্গিত ছিল খানিকটা এমনই। জন্মদিনে এক ভক্তের প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি জানালেন, চাইলে এখনই তিনি ‘জওয়ান ২’ বানিয়ে নিতে পারেন। তবে তিনি চান দর্শকদের নতুন-নতুন স্বাদের ছবি, চরিত্র উপহার দিতে। তাই এখন-ই যে জওয়ান ২ তৈরি হচ্ছে না, তা স্পষ্ট হয়ে গেল একপ্রকার।

‘পুষ্পা ২’ চমক
হায়দরাবাদে শুরু হল ‘পুষ্পা ২’ ছবির অন্যতম অ্যাকশন দৃশ্যের শুট। বিদেশ থেকে ফিরেই জাতীয় পুরস্কার বিজেতা অভিনেতা আল্লু অর্জুন যোগ দিলেন শুটের কাজে। দক্ষিণ সিনেপাড়া সূত্রে খবর, ছবির অন্যতম এই অংশের শুট চলবে বেশ কয়েকদিন ধরে। যেখানে পুরোটাই কেবল অ্যাকশন ও ফাইট, বিশেষজ্ঞদের উপস্থিতিতে চলছে ‘পুষ্পা ২’ ছবির কাজ।

কী করলেন অঙ্কিতা-ভিকি?
চলতি বিগ বস সিজনের অন্যতম প্রতিযোগী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন এবার খবরের শিরোনামে। তাঁদের প্রকাশ্যে শো থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন সঞ্চালক সলমন খান। কী দোষ করেছেন তাঁরা? সলমন খানের কথায়, বিগ বস-এর চুক্তি ভঙ্গ করেছেন জুন। ফোনে যোগাযোগ করেছেন প্রতিযোগীর সঙ্গে, এই দোষে তাঁদের বের করে দেওয়া হতে পারে শো থেকে—জানিয়ে দিলেন ভাইজান। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কী, তা এখনও জানা যায়নি।

Published on: Nov 03, 2023 09:37 PM