Shrabanti Chatterjee: শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কী করেন এখন?

Shrabanti Chatterjee: শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কী করেন এখন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 3:14 PM

টলিউডের সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্বামী কৃষ্ণন ব্রজ। হঠাৎই তাঁরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। ২০১৭র জুলাইয়ে কৃষ্ণন ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

টলিউডের সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্বামী কৃষ্ণন ব্রজ। হঠাৎই তাঁরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। ২০১৭র জুলাইয়ে কৃষ্ণন ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। কয়েক মাসের মধ্যেই দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি।

কৃষ্ণনের বিরুদ্ধে ওঠে সমকামিতার অভিযোগ। এরপর বহুদিন কেটে গেলেও শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখনও সিঙ্গেল। এখন কী করেন কৃষ্ণন ব্রজ? কৃষ্ণন ব্রজ একজন মডেল। লম্বা চুল, আগুনে লুক তাঁর। বেশকিছু নামজাদা ফ্যাশন ওয়াকে হাঁটছেন তিনি। তার ছবি শেয়ার করেন তাঁর সোশাল মিডিয়ায়। কি তাঁর সোয়্যাগ!। যেন রণবীর সিং। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবি দেবই চৌধুরানী। এই ছবির জন্য ফিটনেস থেকে এনিম্যাল ফ্লো অভ্যাস করছেন শ্রাবন্তী। শিখেছেন ঘোড়ায় চড়াও।