এ কী চলছে বাংলাদেশে? বিস্মিত ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 19, 2025 | 8:03 PM

ফের জ্বলছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের পর ফের উত্তপ্ত পদ্মাপারের দেশ। হিংসা ছড়াচ্ছে। একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সময় উল্লাস করে মৌলবাদীরা। ভিডিয়োগ্রাফিও করে। এই নিয়ে এবার সরব হলেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে এমন ঘটনা ভাবা যায় না। অন্য ধর্মে বিশ্বাসীদের উপর এই হামলা চিন্তার বিষয় বলে তিনি মন্তব্য করেন। যারা এর সঙ্গে জড়িত, বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

ফের জ্বলছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে খুনের পর ফের উত্তপ্ত পদ্মাপারের দেশ। হিংসা ছড়াচ্ছে। একজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সময় উল্লাস করে মৌলবাদীরা। ভিডিয়োগ্রাফিও করে। এই নিয়ে এবার সরব হলেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে এমন ঘটনা ভাবা যায় না। অন্য ধর্মে বিশ্বাসীদের উপর এই হামলা চিন্তার বিষয় বলে তিনি মন্তব্য করেন। যারা এর সঙ্গে জড়িত, বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।