১৫ দিনের মধ্যেই সুখবর পাবেন ২০ লক্ষ মানুষ, মেদিনীপুরের সভা থেকে বড় বার্তা অভিষেকের

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 16, 2026 | 8:21 PM

বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সুখবর শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে সভা থেকে তিনি বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ মানুষকে আমাদের সরকার বাড়ি দেবে। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই।" একইসঙ্গে লক্ষ্মীর ভান্ডার নিয়েও তিনি বলেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না। এদিন সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদানের জন্যও এসেছিলেন বলে তিনি মন্তব্য করেন। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সংসদে একাধিকবার তৃণমূল সরব হলেও কেন্দ্র কর্ণপাত করেনি বলে অভিষেক জানান।

বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সুখবর শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে সভা থেকে তিনি বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে ২০ লক্ষ মানুষকে আমাদের সরকার বাড়ি দেবে। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই।” একইসঙ্গে লক্ষ্মীর ভান্ডার নিয়েও তিনি বলেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না। এদিন সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদানের জন্যও এসেছিলেন বলে তিনি মন্তব্য করেন। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সংসদে একাধিকবার তৃণমূল সরব হলেও কেন্দ্র কর্ণপাত করেনি বলে অভিষেক জানান।