SRK: এ কী করলেন শাহরুখ খান?
শাহরুখ খান মানেই তিনি সব সময় খবরের শিরোনামে থাকেন। কিং খানের এমন কিছু কাণ্ড আছে, যা বিতর্কিত। লেডি গাগারের সঙ্গে তাঁর আজব কাণ্ড ঘটেছিল। শাহরুখ ও গাগাকে একটি সাক্ষাৎকারে দেখা গিয়েছিল। সেখানে তাঁদের মজা করতে দেখা যায়। শাহরুখ চেয়েছিলেন গাগা যাতে চায়ের কাপ হাতে নেন। কিন্তু গাগা হাসির ছলে এরিয়ে যান।
শাহরুখ খান মানেই তিনি সব সময় খবরের শিরোনামে থাকেন। কিং খানের এমন কিছু কাণ্ড আছে, যা বিতর্কিত । লেডি গাগারের সঙ্গে তাঁর আজব কাণ্ড ঘটেছিল। শাহরুখ ও গাগাকে একটি সাক্ষাৎকারে দেখা গিয়েছিল। সেখানে তাঁদের মজা করতে দেখা যায়। শাহরুখ চেয়েছিলেন গাগার যাতে চায়ের কাপ হাতে নেন। কিন্তু গাগার হাসির ছলে এরিয়ে যান। তারপর শাহরুখ বলেন, তাঁর কাছে হয়তো টাকা নেই শপিং করার। কিং খান চেয়েছিলেন দামি ঘড়ি উপহার দিতে । কিন্তু সেই ঘড়ি নিতে চাননি গাগা। শাহরুখ জোর করে ঘড়িটা পরাতে চেষ্টা করেছিলেন তাঁকে। গায়িকা বলেছিলেন, এই ঘড়ি তিনি তাঁর অনুরাগীদের দেওয়ার জন্য । গায়িকা সেখান থেকে সোফার এক পাশে গিয়ে বসেন। সেখানেও বাদশা তাঁর কাছে চলে এসেছিলেন। গাগা কিছুটা অপ্রস্তুত হয়েছিলেন এই আচরণে। নেটপাড়ায় এই ভিডিয়ো প্রকাশ্যে আসে। এই ঘটনাতে নিন্দের ঝড় ওঠে নেটপাড়ায়।