Judicial Association: ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইনজীবীদের স্পোর্টস!

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Feb 26, 2023 | 1:12 PM

Judicial Association: ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইনজীবীদের স্পোর্টস!

আইনের লড়াইয়ে সারা বছর ব্যস্ত থাকেন। আর এখন তো আরও বেশি সময়। আদালতেই সবকিছু হচ্ছে প্রায়। তবে এবার আদালত চত্বর ছেড়ে খেলার মাঠে হাজির হাইকোর্টের আইনজীবীরা, ছিলেন বিচারপতিরাও। আইনি খেলা নয়, এ খেলা একেবারেই ছোটবেলার স্পোর্টস। সেখানেই উঠলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আইনজীবীদের পারিবারিক স্পোর্টস। বিচারের চাপ সামলে একটা দিন পরিবারের কনিষ্ঠদের সময় দেওয়া তো যেতেই পারে। তাছাড়া বিচারপতি যেমন বললেন, এ রাজ্যের শিক্ষার যা অবস্থা। মাঠের শিক্ষাটা জরুরি ।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla