SIR in Bengal: ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
SIR in West Bengal: সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলছেন, খাতড়া এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই ফর্ম ৭ নিয়ে যাচ্ছিলেন বিজেপির এক কর্মী। তাঁকেই অপহরণ করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অমিত মালব্যের এই দাবির পরই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
SIR এর মাঝেই গাড়িতে ফর্ম ৭ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড়। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার ছক করেছিল বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। তদন্তে নেমেছে পুলিশ। পাল্টা তোপ দাগছে বিজেপিও। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলছেন, খাতড়া এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই ফর্ম ৭ নিয়ে যাচ্ছিলেন বিজেপির এক কর্মী। তাঁকেই অপহরণ করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অমিত মালব্যের এই দাবির পরই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
Published on: Jan 14, 2026 01:49 PM