What Is Cloudburst, Amarnath Update: মেঘ ভাঙা বৃষ্টি কী? ১৫ জনের মৃত্যু, অমরনাথে বিপদ কোথায়?

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jul 09, 2022 | 2:50 PM

হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত উপত্যকা। হঠাৎ বান চলে আসায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। ভেসে গিয়েছেন বহু পুণ্যার্থী।

শ্রীনগর: হঠাৎ হড়পা বান। প্রকৃতির রুদ্ররূপে মহাবিপর্যয়। খরস্রোতা নদীর তোড়ে ভেসে গেল তাঁবুর পর তাঁবু। অমরনাথ গুহার কাছে মৃত্যু হল অন্তত ১৫ জন পুণ্যার্থীর। নিখোঁজ আরও ২৫ থেকে ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ঘটনার পরই উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ও সেনা। এখনও পর্যন্ত ১০০০ জন পুণ্যার্থীকে এয়ারলিফট করে উদ্ধার করা হয়েছে বলে খবর।

অমরনাথ যাত্রায় কীভাবে ঘটল বিপর্যয়?

এই মুহূর্তে অমরনাথে রয়েছেন ১০ থেকে ১২ হাজার পুণ্যার্থী। বিপুল সংখ্যক পুণ্যার্থীকে জায়গা দিতে খরস্রোতা নদীর ধারেই তাঁবু বসানো হয়েছিল। মানা হয়নি কোনও নিয়ম। এই পরিস্থিতিতে হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত উপত্যকা। হঠাৎ বান চলে আসায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়টুকুও পাওয়া যায়নি। ভেসে গিয়েছেন বহু পুণ্যার্থী।

মেঘ ভাঙা বৃষ্টি কী?

• ছোট জায়গায় অল্প সময়ে অতিবৃষ্টি
• এক ঘণ্টায় কমপক্ষে ১০০ মিলিমিটার বৃষ্টি
• মেঘপুঞ্জের উচ্চতা অন্তত ৮ থেকে ১০ কিলোমিটার
• মেঘপুঞ্জের গতি শ্লথ থাকার দরুণ একটানা বৃষ্টি হয়
• পাহাড়ের ঢাল বেয়ে মেঘপুঞ্জ ওপরে উঠে যায়
• বৃষ্টির পরেই নেমে আসে হড়পা বান
• মূলত পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা দেখা গেলেও সমতলেও ঘটতে পারে এই ঘটনা

ইদানিংকালে একাধিক বিপর্যয় হয়েছে দেশে। অমরনাথের মৃত্যু মিছিল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।