Shantanu Thakur: এসআইআর আবহে ১ কোটি লোকের নাম বাদ যাওয়া নিয়ে এখন কী বলছেন শান্তনু ঠাকুর?

| Edited By: জয়দীপ দাস

Nov 30, 2025 | 9:37 AM

SIR in Bengal: মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে শান্তনু ঠাকুরের সাফ কথা, যখন ভোট আসে তখনই মতুয়াদের মনে পড়ে মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে তিনি এও জানালেন এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবেই। বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল। ফের বললেন, “১ কোটির উপরে লোকের নাম বাদ যাবে এটা আমি আমার একটা ধারনা থেকে বলেছিলাম। তাই আজ বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশি রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে।”

একদিকে অনড় আন্দোলনে মমতাবালা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েই চলেছেন শান্তনু। চলতি মাসেই মতুয়াগড়ে বড় সভা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে শান্তনু ঠাকুরের সাফ কথা, যখন ভোট আসে তখনই মতুয়াদের মনে পড়ে মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে তিনি এও জানালেন এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবেই। বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল। ফের বললেন, “১ কোটির উপরে লোকের নাম বাদ যাবে এটা আমি আমার একটা ধারনা থেকে বলেছিলাম। তাই আজ বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশি রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে।”