Electricity Bill: এক মাসের বিদ্যুতের বিল ৭০ লক্ষ টাকা! জানেন এই ঘটনা?

Apr 02, 2025 | 2:55 PM

Electric Bill: আপনার বাড়িতে মাসে সর্বোচ্চ কত টাকা ইলেকট্রিক বিল এসেছে? ৫ হাজার টাকা? ১০ হাজার টাকা? কিন্তু বিদ্যুৎ বিল ৭০ লক্ষ টাকা, শুনেছেন?

আপনার বাড়িতে মাসে সর্বোচ্চ কত টাকা ইলেকট্রিক বিল এসেছে? ৫ হাজার টাকা? ১০ হাজার টাকা? কিন্তু আপনি কি জানেন দেশের সবচেয়ে বড়লোক যিনি, তাঁর বাড়িতে কত টাকা ইলেকট্রিক বিল আসে? টাকার অঙ্কটা একজন সাধারণ ভারতীয় সারা জীবনে যে টাকা উপায় করেন, তার আশেপাশেই কিন্তু।

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে মুকেশ ও নীতা অম্বানি অ্যান্টিলিয়াতে বসবাস শুরু করেন। ৪ লক্ষ বর্গ ফুটের এই বিলাসবহুল বাড়ির বিদ্যুতের বিল যে আমার-আপনার সাধারণ বাড়ির মতো হবে, এমন তো নয়। সংবাদমাধ্যমের তথ্য বলছে, শুধু প্রথম মাসেই ৬ লক্ষ ৩৭ হাজার ২৪০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছিল অ্যান্টিলিয়ায়। আর তার জন্য খরচ হয়েছিল প্রায় ৭০ লক্ষ ৭০ হাজার টাকা।