World’s 8th Continent: অষ্টম মহাদেশে কী আছে?
বিশ্বের অষ্টম মহাদেশের খোঁজ পাওয়া গেল। এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া। ১৮.৯ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তার এই মহাদেশের। এই মহাদেশের ৯৪% ই সমুদ্রের তলায়। বাকি ৬% নিউজিল্যান্ডের চারপাশের দ্বীপ। বিজ্ঞানীরা ২০১৭ এ এই মহাদেশ আবিষ্কার করেন। ৩৭৫ বছর ধরে অনুসন্ধান চলছিল এই মহাদেশের জন্য।
Latest Videos