New Parliament Sengol: নতুন পার্লামেন্টে সোনার এই দণ্ড আসলে কী?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 3:35 PM

নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের পর একটি দণ্ড নিয়ে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকারের বসার আসনের পাশে সেই স্বর্ণদণ্ড স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এই দণ্ড সেঙ্গোল। স্পিকার ওম বিড়লার চেয়ারের পাশের এই দণ্ড আসলে রাজদণ্ড। তামিল শব্দ সেম্মাই থেকে এর উৎপত্তি। সেম্মাইয়ের অর্থ ন্যায়পরায়ণতা। ইংরেজ শাসন শেষে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে তুলে দেওয়া হয় সেঙ্গোল

২৮মে উদ্বোধন হল নতুন পার্লামেন্ট ভবনের। এই পার্লামেন্টে আছে এক বিশেষ দণ্ড। রাজদণ্ডও বলা যায় তাকে। নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের পর একটি দণ্ড নিয়ে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকারের বসার আসনের পাশে সেই স্বর্ণদণ্ড স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এই দণ্ড সেঙ্গোল। স্পিকার ওম বিড়লার চেয়ারের পাশের এই দণ্ড আসলে রাজদণ্ড। তামিল শব্দ সেম্মাই থেকে এর উৎপত্তি। সেম্মাইয়ের অর্থ ন্যায়পরায়ণতা। ইংরেজ শাসন শেষে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে তুলে দেওয়া হয় সেঙ্গোল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জাদুঘরে রাখা ছিল এই সেঙ্গোল। ক্ষমতা হস্তান্তরের প্রতীক এই সেঙ্গোল। চোল রাজাদের সময় থেকে তামিলনাড়ুতে এই সেঙ্গোল রাজদণ্ড হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। রাজ্যাভিষেকের সময়ে নতুন রাজার হাতে তুলে দেওয়া হত সেঙ্গোল। সোনা ও রুপো দিয়ে তৈরি এই সেঙ্গোল বানিয়েছেন তামিলনাড়ুর স্বর্ণকাররা। ন্যায়ের প্রতীক এই রাজদণ্ড সেঙ্গোল স্থাপনের আগে পুজোও হয়।