Stock Market News: ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

Mar 13, 2025 | 11:23 PM

Share Market: সামান্য পড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। চিনা সূচক হ্যাংসেংও আজ পড়েছে ১৩৭ পয়েন্ট। যদিও আর এক এশিয় সূচক জাপানের নিক্কেই বেড়েছে ১৪৭ পয়েন্ট।

আজ সামান্য পড়েছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। বাকি সূচকগুলোর মধ্যে বেশিতভাগ সূচকই আজ সামান্য পড়েছে। মাত্র ৩ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্কের সূচক।

চিনা সূচক হ্যাংসেংও আজ পড়েছে ১৩৭ পয়েন্ট। যদিও আর এক এশিয় সূচক জাপানের নিক্কেই বেড়েছে ১৪৭ পয়েন্ট।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।