এবারের অধিবেশনে বিরোধীদের হাতিয়ার SIR, BJP কী করবে?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2025 | 5:09 PM

তালিকায় আছে আণবিক শক্তি বিল ২০২৫, বিমা আইন সংশোধনী বিল, উচ্চশিক্ষা কমিশন বিল ২০২৫ এবং জাতীয় সড়ক আইন সংশোধনী বিল। অন্যদিকে, বিরোধীদের এবারের হাতিয়ার হতে চলেছে এসআইআর। সংসদে একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধীরা। বিজেপি সূত্রে খবর, এই দাবি মানতে আপাতত নারাজ সরকার।

শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামিকাল, ১ ডিসেম্বর থেকে শুরু হবে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এবারের শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ করা হতে পারে। তালিকায় আছে আণবিক শক্তি বিল ২০২৫, বিমা আইন সংশোধনী বিল, উচ্চশিক্ষা কমিশন বিল ২০২৫ এবং জাতীয় সড়ক আইন সংশোধনী বিল। অন্যদিকে, বিরোধীদের এবারের হাতিয়ার হতে চলেছে এসআইআর। সংসদে একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধীরা। বিজেপি সূত্রে খবর, এই দাবি মানতে আপাতত নারাজ সরকার।

Published on: Nov 30, 2025 05:08 PM