Rubel Das-Sweta Bhattacharya: তবে কি বাজতে চলেছে বিয়ের সানাই? কবে বিয়ের পরিকল্পনা?

Rubel Das-Sweta Bhattacharya: তবে কি বাজতে চলেছে বিয়ের সানাই? কবে বিয়ের পরিকল্পনা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 17, 2023 | 11:14 PM

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস, টেলিদুনিয়ার এই জুটির বিয়ে কবে? এবার উত্তর খোলসা করলেন রুবেল। যদিও এখনই মিলছে না সুখবর। অভিনেতা জানালেন, সব ঠিক থাকলে ২০২৫ সালেই পরিকল্পনা রয়েছে।

ভারতের বক্স অফিসে লক্ষ্মী
২০২৩ ভারতের বক্স অফিসের কপালে যেন সোনার কাঠি ছুঁইয়ে দিল। অতীতে এত সফল ছবি একটা বছরে দেখেনি জনতা। ‘পাঠান’ থেকে শুরু, ‘জেলার’, ‘জওয়ান’, ‘গদর ২’ , ‘অ্যানিম্যাল’ ও ‘টাইগার ৩’, একের পর এক বাঘা বাঘা ছবি চলতি বছরের ঝুলিতে। বিশেষজ্ঞদের মত, দর্শকদের এই উত্তেজনা বজায় থাকলে চলতি বছর ভারতের বক্স অফিসে ১২,০০০ কোটি টাকা আয় হতে পারে।

‘জওয়ান ২’-তে সিলমোহর
জল্পনা ছিলে আগে থেকেই। এবার ‘জওয়ান ২’ ছবির খবরে সিলমোহর দিলেন পরিচালক অ্যাটলি। জানিয়ে দিলেন, ছবি হবে। তাঁর ছবির মূল নায়ক হলেন রাঠোর, অর্থাৎ ছবিতে যিনি প্রবীণ শাহরুখ। তাঁকে কেন্দ্র করেই তৈরি হবে পরবর্তী চিত্রনাট্য।

এ কী বললেন করণ?
রণবীর কাপুরের রহস্য ফাঁস করলেন পরিচালক, প্রযোজক করণ জোহার। জানালেন, রণবীরের নাকি কোনও ম্যানেজারই নেই। বিনোদন জগতের নিজের সমস্ত কাজ একা হাতেই সামলে থাকেন তিনি। বলিউডের ইতিহাসে প্রথম সারির স্টারদের ক্ষেত্রে যা বিরল।

অক্ষয় থাকছেন’সিংঘম রিটার্নস’-এ
হয়ে গেল ‘সিংঘম রিটার্নস’ ছবির শুভমহরত। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রোহিত শেট্টির সঙ্গে অক্ষয় কুমার, রণবীর সিং। তবে কি থাকছেন না ছবিতে অক্ষয় কুমার? ছবির প্রচারে ব্যস্ত আক্কি নিজেই জানিয়ে দিলেন, তিনি থাকছেন, এই টিমের সঙ্গে আবার কাজ করার জন্য বেজায় উত্তেজিত।

শৈশবে ফিরলেন রাজ
সম্প্রতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী সঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের তিন বছরের জন্মদিন ঘটা করে সেলিব্রেট করা হয়। সেই পার্টিকর অন্দরমহলে কী কী করলেন রাজ? পার্টিতে উপস্থিত স্পাইডার ম্যানের সঙ্গে জমিয়ে নাচলেন। একপলকে যেন ফিরলেন শৈশবে। ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী।

শ্রুতির গানে মুগ্ধ
শ্রুতি দাসের কণ্ঠস্বর যে বেশ সুন্দর, তা অনেকেরই জানা। তবে এবার তিনি মঞ্চে উঠে দুই লাইন গাইতেই প্রশংসার বন্যা নেটপাড়ায়। অনেকেই দিলেন উপদেশ, অভিনয়ের পাশাপাশি তিনি যেন গানটাকেও গুরুত্বসহকারে নেন।

কবে বিয়ে রুবেল-শ্বেতার?
শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস, টেলিদুনিয়ার এই জুটির বিয়ে কবে? এবার উত্তর খোলসা করলেন রুবেল। যদিও এখনই মিলছে না সুখবর। অভিনেতা জানালেন, সব ঠিক থাকলে ২০২৫ সালেই পরিকল্পনা রয়েছে।

শেষ হল ‘এক্কা-দোক্কা’ শুট
টিআরপি তালিকায় বরাবরই পিছিয়ে ‘এক্কা-দোক্কা’। একবছরের মাথায় তাই বন্ধ হচ্ছে ধারাবাহিক। হয়ে গেল শেষ দিনের শুটিং। সোনামণি সাহা, প্রতীক সেন, সপ্তর্ষি মৌলিক এদিন শেষবারের মতো উপস্থিত হলেন। এদিন সেটের সকলেই ছিলেন ভারাক্রান্ত, শেষবার শট দিলেন রাধিকা-অনির্বাণ-পোখরাজরা।

পুনমের বাড়িতে আগুন
আচমকাই বাড়িতে লেগে যায় আগুন। পুনম পাণ্ডের অ্যাপার্টমেন্ট দাউদাউ করে জ্বলতে থাকে। তবে তিনি ছিলেন না বাড়িতে, তাঁর পোষ্য ও পরিচারিকা সুস্থই রয়েছেন বলে জানালেন তিনি। যদিও ক্ষয়ক্ষতি হয়েছে বহু।

Published on: Sep 17, 2023 11:13 PM