Anand Mahindra Car Collection: কোন গাড়ি চড়তে ভালবাসেন আনন্দ মাহিন্দ্রা?
মাহিন্দ্রা কোম্পানির চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ৬৮ তে পা দিলেন। মাহিন্দ্রা নামটা শুনেই থর বা বোলেরোর কথা মনে আসে । জানেন কোন গাড়ি চড়তে ভালবাসেন আনন্দ মাহিন্দ্রা।
মাহিন্দ্রা কোম্পানির চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ৬৮ তে পা দিলেন। মাহিন্দ্রা নামটা শুনেই থর বা বোলেরোর কথা মনে আসে । জানেন কোন গাড়ি চড়তে ভালবাসেন আনন্দ মাহিন্দ্রা । গাড়ি প্রেমী আনন্দ মাহিন্দ্রা সবচেয়ে বেশি চড়তে ভালোবাসেন SUV তাঁর সংগ্রহে আছে গাড়ি বলেরো ইনভেডার। । ৩টি দরজা এই গাড়ির । মূলত শিল্পপতি এবং তারকারাই এই গাড়ি চড়েন। এই মডেলের খুব বেশি এডিশন বাজারে নেই। অনেক অল্প বয়সে এই গাড়ি তাঁর কালেকশনে যোগ হয়েছে। মাহিন্দ্রা বলেরো ইনভেডারে ২.৫ লিটার ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৩ ব্রেক হর্সপাওয়ার তৈরি করে। বর্তমানে এই গাড়ি খুব একটা দেখা যায় না । একটি TUV ৩০০ অন্যটি TUV ৩০০ প্লাস। দুটি গাড়িই বেশ শক্তপোক্ত, রয়েছে আর্মার কিট। আকারে বেশ চওড়া, বনেটের উপর রয়েছে হুড । ছাদে লাগানো অক্সিলিয়ারি ল্যাম্প, চারদিকে নতুন প্লাস্টিকের ক্ল্যাডিং এবং কালো রঙের সাইড স্টেপ। TUV ৩০০ প্লাস গাড়িকে বলা হয় গ্রে গোস্ট এই গাড়িটিও ব্যাপক মজবুত এবং রাগড স্টাইলিংয়ে তৈরি। আনন্দ মাহিন্দ্রার রয়েছে মাহিন্দ্রা স্করপিও 4×4 ভার্সন। এই গাড়ির একটি বিকল্প খুঁজছেন আনন্দ মাহিন্দ্রা। নতুন স্করপিও লঞ্চ হলে তাঁর সঙ্গে এই গাড়ি বদলাতে পারেন তিনি। অ্যালুট্রাস G4 কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল। সম্প্রতি এই গাড়ির একটি নতুন নামের সন্ধানের ছিলেন তিনি। অজস্র নামের মাঝে ‘বাজ’ নামটি বেছে নেন আনন্দ মাহিন্দ্রা। যিনি এই নামটি দেন তাঁকে নতুন মাহিন্দ্রা অ্যালুট্রাস G4 এর ডিজেল মডেলও উপহার দেন আনন্দ মাহিন্দ্রা । মাহিন্দ্রার গাড়ি ছাড়াও একাধিক মডার্ন এবং স্পোর্টস কার রয়েছে তাঁর কালেকশনে । আছে ফেরারি ক্যালিফোর্নিয়া টি, পোর্শে 911, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার ডিফেন্ডার এবং মাহিন্দ্রা থার। আনন্দ মাহিন্দ্রার কালেকশনে ক্যাডিলাক 16 রোডস্টার, 1942 উইলিস জিপের মত ভিন্টেজ গাড়িও আছে।