CM Mamata Banerjee: একটানে দিল্লির কোন চিঠি ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী?

| Edited By: জয়দীপ দাস

Dec 09, 2025 | 4:01 PM

CM Mamata Banerjee: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ানোর পরেই মমতা বলেন, “লক্ষ্মীর ভান্ডার যাঁরা পান তাঁরা সারাজীবন পাবেন। ২৫ বছর বয়স থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না। তফসিলি জাতি-উপজাতি যাঁরা আছেন তাঁরা ৭০ হাজার টাকা করে পাচ্ছেন। আগে করে দেখান। তারপরে আমার সঙ্গে লড়াই করতে আসবেন।”

কোচবিহার: এদিন বারবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মমতা। সুর চড়ান একশোর দিনের কাজ থেকে অবাসের অপ্রাপ্তি নিয়ে। পাশাপাশি বাংলা যে নিজের পায়ে দাঁড়াচ্ছে তাও সোচ্চারে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “লক্ষ্মীর ভান্ডার যাঁরা পান তাঁরা সারাজীবন পাবেন। ২৫ বছর বয়স থেকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না। তফসিলি জাতি-উপজাতি যাঁরা আছেন তাঁরা ৭০ হাজার টাকা করে পাচ্ছেন। আগে করে দেখান। তারপরে আমার সঙ্গে লড়াই করতে আসবেন।”  

Published on: Dec 09, 2025 04:00 PM