Coochbehar News: গরু চোর ধরতে গিয়ে পুলিশই…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 20, 2023 | 4:03 PM

গরু চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করছিল জনতা। খবর পেয়ে পুলিশ সেই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি রাতভর পুলিশকে আটকে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ মরানদীর কুঠি এলাকায়।

গরু চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধর করছিল জনতা। খবর পেয়ে পুলিশ সেই যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হওয়ার পাশাপাশি রাতভর পুলিশকে আটকে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ মরানদীর কুঠি এলাকায়। জানা গিয়েছে ওই এলাকা থেকে সম্প্রতি অনেকের গরু চুরি গিয়েছে। এরপর গ্রামবাসীরা মিলে পালা করে রাত জাগতে শুরু করে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় বাইকসহ এক যুবককে আটক করে গ্রামবাসীরা। খবর পেয়ে ক্ষনিকের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হন। ঘটনায় পুণ্ডিবাড়ি থানার এক এএসআই জখম হয়েছেন। তাকে পুণ্ডিবাড়িতে অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি এলাকায় অনেকের গরু চুরি গিয়েছে। পুলিশকে একাধিকবার জানানো হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। অথচ একজনকে গরুচোর সন্দেহে আটক করার সঙ্গে সঙ্গেই পুলিশ গিয়ে হাজির। তার মানে গরু চোরদের সঙ্গে পুলিশের ভালো যোগাযোগ রয়েছে বলে তাদের দাবি। যদিও পুলিশের পাল্টা দাবি এদিন রাতে তারা সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় অন্য একটি ঘটনার তদন্তে গিয়েছেন। ঘটনাচক্রে ওই সময়েই স্থানীয়রা গরুচোর সন্দেহে একজনকে আটক করে রেখেছে। পরবর্তীতে সেই খবর পেয়ে আটক যুবককে উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়ে তাদের আটকে রাখেন। ঘটনায় তিনজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন বলে পুলিশের দাবি। তাদের সকলকেই চিকিৎসার জন্য পুণ্ডিবাড়িতে অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সুয়োমোটো মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।