Gold Price Hike: ধরা ছোঁয়ার বাইরে সোনা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 11, 2023 | 7:00 PM

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই সোনার বাজার উরধ্মুখি। মহালয়ার পর থেকে হুহু করে বেড়েছে সোনার দাম। গয়না তৈরির ২২ ক্যারেট সোনার দাম কেমন? ১৭ অক্টোবর তৃতীয়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৪,৯৫০ টাকা। মাত্র ৯ দিনে সেই সোনার দাম বেড়ে হয়েছে ৫৬,৬৫০ টাকা।

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই সোনার বাজার উরধ্মুখি। মহালয়ার পর থেকে হুহু করে বেড়েছে সোনার দাম। গয়না তৈরির ২২ ক্যারেট সোনার দাম কেমন? ১৭ অক্টোবর তৃতীয়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৪,৯৫০ টাকা। মাত্র ৯ দিনে সেই সোনার দাম বেড়ে হয়েছে ৫৬,৬৫০ টাকা। দশমীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ২০০ টাকা।

একাদশীর দিন ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ১০০ টাকা। বাজার বিশেষজ্ঞদের মত এরকম চললে এবার ধনতেরাসের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে হলুদ ধাতু। উৎসবের মরসুমের পরই শুরু হবে বিয়ের সিজন। তখন সোনার চাহিদা বেশি থাকবে। মধ্যবিত্তের মাথায় হাত পড়বে সোনা কিনতে। এখন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬১,৮০০ টাকা। ১০ দিন আগেও ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৯,৯৫০ টাকা। অক্টোবরের শেষ লগ্নে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে ১১০ টাকা।