AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে না বিজেপি, উত্তর দিলেন কুণাল

Kunal Ghosh: কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে না বিজেপি, উত্তর দিলেন কুণাল

Avra Chattopadhyay

|

Updated on: Nov 23, 2025 | 9:30 PM

Share

Kunal Ghosh News Update: নরম হয়ে উচ্চরিত হওয়া 'জয় সিয়ারাম' পরিণত হলে চিৎকারে, স্লোগানে। কিন্তু সেই স্লোগানও এখন কি তার অস্তিত্ব হারাচ্ছে? ২০১৪ সালের পর থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া স্লোগান আর বাংলায় শোনা যায় না?

কলকাতা: অযোধ্যায় ‘জয় সিয়ারাম’ কিন্তু বাংলা হোক ভারতের অন্য জায়গায়, তা হয়ে গেল ‘জয় শ্রীরাম’। নরম হয়ে উচ্চরিত হওয়া ‘জয় সিয়ারাম’ পরিণত হলে চিৎকারে, স্লোগানে। কিন্তু সেই স্লোগানও এখন কি তার অস্তিত্ব হারাচ্ছে? ২০১৪ সালের পর থেকে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া স্লোগান আর বাংলায় শোনা যায় না?

শনিবার এমনই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অবশ্য সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন তিনি। কুণালের কথায়, ‘এমন স্লোগান হবে রাজনৈতিক দলে, যা সব স্তরে দেওয়া যাবে। কিন্তু কোথাও কোথাও যদি সেই স্লোগান ব্যবহার বন্ধ করতে হয়, তা হলে বুঝতে হবে সেই স্লোগান আসলে রাজনৈতিক, ভেদাভেদ পূর্ণ এবং উদ্দেশ্যমূলক প্রয়োগে ব্যবহৃত হয়।’