Akshay Kumar & Katrina Kaif: মেজাজ হারিয়ে অক্ষয়কে চড় ক্যাটরিনার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 30, 2023 | 7:36 PM

মেজাজ হারিয়ে অক্ষয় কুমারের গালে সপাটে চড় মারলেন ক্যাটরিনা কাইফ। ছবির সেটে এ কি হল? একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় ক্যাটরিনা। শেষবার তাঁদের দেখা গেছে সূর্যবংশী ছবিতে। অতিমারির সময়েও বক্স অফিসে ঝড় তুলেছিল রোহিত শেট্টির এই ছবি।

মেজাজ হারিয়ে অক্ষয় কুমারের গালে সপাটে চড় মারলেন ক্যাটরিনা কাইফ। ছবির সেটে এ কি হল? একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় ক্যাটরিনা। শেষবার তাঁদের দেখা গেছে সূর্যবংশী ছবিতে। অতিমারির সময়েও বক্স অফিসে ঝড় তুলেছিল রোহিত শেট্টির এই ছবি। সেই ছবির শুটিংয়ের সময়ই নাকি ঘটে এমন ঘটনা। আর তা নিয়েই শোরগোল, কেন মেজাজ হারালেন ক্যাটরিনা। কারণ জানালেন অক্ষয় ক্যাটরিনা জুটি ‘দ্যা কপিল শর্মা শো’তে এসে। আসলে চড় মারার সেই দৃশ্য ছিল স্ক্রিপ্টেড। মাত্র এক টেকেই গ্রহণ করা হয় চড়ের দৃশ্যটি।

সত্যি সত্যিই অক্ষয়ের গালে সপাটে চড় কষান ক্যাটরিনা। যাতে গাল এবং হাতের মধ্যে কোন ফাঁক না থাকে তার জন্যই সত্যিকারের চড় মারতে হয়েছিল। কপিল শর্মাকে জানান ক্যাটরিনা কাইফ। শুধুই চড় কষানোই নয় ওই সিনেমায় আছে, রোমান্সেরও ভরপুর দৃশ্যায়ন। সূর্যবংশীর সেটের সেই চড়ের দৃশ্য ঝড়ের গতিতে ভাইরাল হয়। তবে দুই অভিনেতাই পেশাদার, তাঁদের মধ্যে এ নিয়ে কোনও মান অভিমান নেই।