পদ্মিনী কোলহাপুরের ছোট বোন শিবাঙ্গী কোলহাপুর শক্তি কাপুরের স্ত্রী। শক্তিকে ভালবেসে নিজের ফিল্মি কেরিয়ার বিসর্জন দেন শিবাঙ্গী। শক্তি শিবাঙ্গীর বিবাহিত জীবনের ৪ দশক কেটে গেল।
শিশুশিল্পী হিসাবে দুজনের প্রথম পরিচয়। শক্তির অনুরাগী ছিলেন শিবাঙ্গী। ১২ বছরের ছোট ফ্যান কালক্রমে হয়ে ওঠেন শক্তি কাপুরের অর্ধাঙ্গিনী। শিবাঙ্গীর প্রেমে যখন শক্তি হাবুডুবু তখন সেই প্রস্তাব শুনে রেগে ওঠে শিবাঙ্গী। সাওন কুমারের ছবি লায়লায় সই করেন শিবাঙ্গী। পাগল হয়ে যান শক্তি কাপুর। তিনি শিবাঙ্গীর কাছে ছুটে যান। তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে অনুরোধ করেন ছবিতে কাজ না করার। শক্তি এক সাক্ষাৎকারে বলেন শিবাঙ্গী লায়লা ছবিতে কাজ করবে শুনে মাথা খারাপ হয়ে যায়। ‘আমিই তো ওর মজনু’ । বিয়ে হয় শক্তি ও শিবাঙ্গীর। প্রাথমিক ভাবে তাঁদের পরিবার মেনে নেয়নি তাঁদের বিয়ে। ছেলে সিদ্ধার্থ জন্মানোর পর সব স্বাভাবিক হয়। শক্তির কন্যা শ্রদ্ধা সফল অভিনেত্রী। শক্তি বলছেন তাঁর জন্য কেরিয়ারের মধ্য গগনে কেরিয়ার বিসর্জন দেন শিবাঙ্গী।
পদ্মিনী কোলহাপুরের ছোট বোন শিবাঙ্গী কোলহাপুর শক্তি কাপুরের স্ত্রী। শক্তিকে ভালবেসে নিজের ফিল্মি কেরিয়ার বিসর্জন দেন শিবাঙ্গী। শক্তি শিবাঙ্গীর বিবাহিত জীবনের ৪ দশক কেটে গেল।
শিশুশিল্পী হিসাবে দুজনের প্রথম পরিচয়। শক্তির অনুরাগী ছিলেন শিবাঙ্গী। ১২ বছরের ছোট ফ্যান কালক্রমে হয়ে ওঠেন শক্তি কাপুরের অর্ধাঙ্গিনী। শিবাঙ্গীর প্রেমে যখন শক্তি হাবুডুবু তখন সেই প্রস্তাব শুনে রেগে ওঠে শিবাঙ্গী। সাওন কুমারের ছবি লায়লায় সই করেন শিবাঙ্গী। পাগল হয়ে যান শক্তি কাপুর। তিনি শিবাঙ্গীর কাছে ছুটে যান। তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে অনুরোধ করেন ছবিতে কাজ না করার। শক্তি এক সাক্ষাৎকারে বলেন শিবাঙ্গী লায়লা ছবিতে কাজ করবে শুনে মাথা খারাপ হয়ে যায়। ‘আমিই তো ওর মজনু’ । বিয়ে হয় শক্তি ও শিবাঙ্গীর। প্রাথমিক ভাবে তাঁদের পরিবার মেনে নেয়নি তাঁদের বিয়ে। ছেলে সিদ্ধার্থ জন্মানোর পর সব স্বাভাবিক হয়। শক্তির কন্যা শ্রদ্ধা সফল অভিনেত্রী। শক্তি বলছেন তাঁর জন্য কেরিয়ারের মধ্য গগনে কেরিয়ার বিসর্জন দেন শিবাঙ্গী।