ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে,বর ও কনে মন্ডপে বসে আছেন। সেই সময়ে বর পিছনে ফিরে একজন মহিলার সঙ্গে কথা বলছেন। তারপর ওই মহিলা বরকে এমন কিছু উপহার দিচ্ছেন,যেটা খুব দামি। কিন্তু বর তা নিতে অস্বীকার করেন। সে মহিলাকে বলে যে ‘দিদি,আমি এই উপহার নিতে চাই না’। এই ভিডিয়ো দেখে অনেকই হতবাক হয়ে গিয়েছেন। বরের এমন আচরণ অধিকাংশ নেটিজেনের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে classypeepsofpakistan নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। আর 96 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,’এমন ছেলে কোথায় পাবো’।