Star Sign On Rupees: স্টার’ চিহ্ন নোটগুলি কি আসল? কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক?
কাগজের নোটে স্টার (*) চিহ্ন নিয়ে সম্প্রতি বিভিন্ন জায়গায় চর্চা চলছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ওই নোটগুলি সব আসল কি না। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অবশেষে মুখ খুলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
কাগজের নোটে স্টার (*) চিহ্ন নিয়ে সম্প্রতি বিভিন্ন জায়গায় চর্চা চলছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ওই নোটগুলি সব আসল কি না। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অবশেষে মুখ খুলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। জানিয়ে দেওয়া হয়েছে, নোটগুলি সবই আসল। (*) চিহ্ন দেওয়া নোট নিয়ে সন্দেহ প্রকাশের কোনও জায়গা নেই।
এগুলি আর পাঁচটা নোটের সমতুল্য। অনেক নোটে দেখা গিয়েছে নম্বরের প্যানেলে (*) চিহ্ন রয়েছে। অর্থাৎ সিরিয়াল নম্বরের মাঝে সংখ্যার বদলে রয়েছে সেই চিহ্ন। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, অনেক সময় নোটের প্যাকেটে কোনও নোটে খুঁত থাকে। তখন সেটি বদলে দেওয়া হয় বা নতুন করে ছাপানো হয়। সেই নোটেই ওই চিহ্ন থাকে।
Latest Videos