সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে,বিক্রেতা একটি পাত্র নিয়ে প্রথলে ২টি ডিম ফাটালেন। ডিমগুলির ভিতর থেকে ২টি করে কুসুম বেরল। তারপরে তাতে পেঁয়াজ ও লঙ্গা দিলেন। ফ্রাই প্য়ানে মাখন দিয়ে,তাতে এই মিশ্রণটি ঢেলে দিলেন। কিন্তু তারপরেই উনি একটি বাটি ভর্তি চাউমিন নিয়ে সেই অমলেটের উপর ঢেলে দিতে থাকলেন। কিছুক্ষণ ভেজে নিয়ে নামানোর আগে ফের চাউমিন দিয়ে দিলেন। এই ভিডিয়ো দেখে নেটিজেনের অধিকাংশ অবাক হয়েছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ফুডবোলস নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ২৯হাজারেরও বেশি ভিউ হয়েছে। কেউ ক্ষুব্ধ হয়ে লিখেছেন,‘ভাইরাল হওয়ার জন্য় এখন মানুষ অনেক কিছুই করেন’। আরও একজন কমেন্টে লিখেছেন,‘যে অসুস্থ হতে চায় সে এখানে এসে খেতেই পারে’।