Gautam Adani Wealth: ‘স্লামডগ মিলিয়নেয়ার’ হবেন গৌতম আদানি?
Gautam Adani Wealth: ‘স্লামডগ মিলিয়নেয়ার’ হবেন গৌতম আদানি?
চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি। অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগের ধাক্কায়,১৫ ট্রিলিয়ন টাকা হারিয়েছেন। ধনীদের তালিকায় নেমে এসেছেন ৩০তম স্থানে। তারপরও এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভির পুনর্নির্মাণের প্রকল্প পাচ্ছেন তিনিই। ২১ মার্চ, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, ধারাভি পুনর্নির্মাণ প্রকল্প শীঘ্রই শুরু হবে। ৫,০৬৯ কোটি টাকায় এই প্রকল্পের বরাত পেয়েছে ‘আদানি রিয়েলটি’। ধারাভি পুনর্নির্মাণের জন্য আগামী কয়েক বছরে আদানি রিয়েলটিকে ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। গত শতাব্দীর আশির দশকের শেষ দিকে মুম্বইয়ের বস্তির পুনঃউন্নয়নের কাজ শুরু হয়েছিল। নয়ের দশকের শেষের এই কাজে গতি বেড়েছিল। ৩১৫ হেক্টর জুড়ে বিস্তৃত ধারাভি হল এশিয়ার বৃহত্তম বস্তি তথা মুম্বইয়ের সবথেকে বড় জমি যার উন্নয়ন হয়নি। ১৫০ বছরেরও বেশি পুরনো এই বস্তিতে প্রায় দেড় লক্ষ ঝুপড়ি বাড়ি এবং ১৫,০০০ কুটির শিল্প রয়েছে। সম্পূর্ণ এলাকার জমির সর্বমোট মূল্য ১.৭০ লক্ষ কোটি টাকা!মুম্বইয়ের সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র,বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এই বস্তি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত। আদানি গোষ্ঠীর পরিচালিত ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরও এখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। কাজেই ধারাভি বস্তির উপর নিয়ন্ত্রণ কায়েম করার ফলে,আদানি গোষ্ঠী মুম্বইয়ের সবথেকে বড় বাণিজ্যিক জমির মালিকে পরিণত হবে। শ্রীনিবাস বলেছেন,’আমার মতে, ১৭ বছরের মধ্যে ধারাভির চেহারা বাকি মুম্বইয়ের মতোই হয়ে যাবে। কিন্তু তার নিজস্ব পরিচয় অক্ষত থাকবে’।