Lionel Messi: লিওনেল মেসি কি বার্সেলোনায় ফিরবেন?
মেসি যে ফুটবল ক্লাবে আর্জেন্টাইন সুপারস্টারের যাত্রা শুরু,আবারও তাঁর সেই ক্লাবে ফেরার জল্পনা তৈরি হয়েছে। ২বছর আগে বার্সা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে যোগ দেন তিনি। পিএসজিতে খেললেও,বার্সার মতো ছন্দে দেখা যায়নি আর্জেন্টাইন মহাতারকাকে।
মেসি যে ফুটবল ক্লাবে আর্জেন্টাইন সুপারস্টারের যাত্রা শুরু,আবারও তাঁর সেই ক্লাবে ফেরার জল্পনা তৈরি হয়েছে। ২বছর আগে বার্সা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে যোগ দেন তিনি। পিএসজিতে খেললেও,বার্সার মতো ছন্দে দেখা যায়নি আর্জেন্টাইন মহাতারকাকে। দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ব্যর্থ। বার্সার কোচের দায়িত্বে এখন জাভি। মেসির একসময়ের বন্ধুও ভীষণ ভাবে তাঁকে দলে চাইছেন। এ বছরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এলএম টেনের। বার্সা প্রেসিডেন্ট যোহান লাপোর্তা ঝাঁপিয়েছেন মেসিকে দলে আনতে। বেতন সমস্যার কারণেই ২ বছর আগে ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। লা লিগার নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট স্যালারি ক্যাপ থাকে প্রত্যেক দলের জন্য। একই সঙ্গে ফুটবলারদের জন্যও বেঁধে দেওয়া থাকে নির্দিষ্ট বেতনের অঙ্ক। ২বছর আগে নিজের বেতন অনেকটা কমানোর পরও বার্সায় থাকতে পারেননি মেসি। এ বারও সেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। লা লিগার জেভিয়ার তেবাস বলেন,‘বার্সেলোনার বর্তমান অর্থনৈতিক অবস্থা অনুযায়ী,মেসির বার্সায় ফেরা সম্ভব নয়। বেতন অনেকটা কমালে তবেই বার্সেলোনায় ফিরতে পারবে মেসি। ও একমাত্র এই ক্লাবের জন্য এটা করতে পারে। আমি তো ভীষণ ভাবে চাইব ও বার্সায় ফিরে আসুক এবং এখানেই কেরিয়ার শেষ করুক। তবে এটা আমাদের উপর নির্ভর করছে না। মেসিকে এখানে খেলানোর জন্য আমরা নিয়মও পরিবর্তন করতে পারি না’। মেসিকে ফেরানোর জন্য বিকল্প অফারও করেছে বার্সেলোনা