Winter: বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে!

Dec 23, 2025 | 6:57 PM

Kolkata Winter in Christmas: এবার শুরু হবে আসল শীতের খেলা। বড়দিনে ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আর এর পিছনে রয়েছে কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তুরে হাওয়ার। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। আগামী ৩ দিনে গোটা রাজ্যের তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশা আর নেই। শীত প্রেমীদের জন্য এবার সুখবর। কারণ, এবার শুরু হবে আসল শীতের খেলা। বড়দিনে ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। আর এর পিছনে রয়েছে কাশ্মীরে তুষারপাত, জোর বাড়বে উত্তুরে হাওয়ার। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রিতে। আগামী ৩ দিনে গোটা রাজ্যের তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে কাটবে ঘন কুয়াশার আস্তরণ। ঠান্ডা আরও বাড়বে উত্তরের দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াংয়ের মতো এলাকাতেও।

Published on: Dec 23, 2025 06:57 PM