SIR in Bengal: ১৬ ঘণ্টা ধরে বন্ধ কমিশনের অ্যাপ, কীভাবে হবে SIR-এর কাজ?

| Edited By: Avra Chattopadhyay

Nov 28, 2025 | 10:12 AM

West Bengal SIR News: নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে হবে। কিন্তু সেই কাজ হবে কী করে? বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৬ ঘণ্টা ধরে বন্ধ বিএলও অ্যাপ। কাজ করতে পারছেন না বুথ স্তরীয় আধিকারিকরা। আপলোড হচ্ছে না সাধারণের তথ্য।

কলকাতা: এগিয়ে আসছে ডেডলাইন। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, বাড়তি সময় দেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে হবে। কিন্তু সেই কাজ হবে কী করে? বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৬ ঘণ্টা ধরে বন্ধ বিএলও অ্যাপ। কাজ করতে পারছেন না বুথ স্তরীয় আধিকারিকরা। আপলোড হচ্ছে না সাধারণের তথ্য।

এদিন এক বিএলও বলেন, ‘এই সমস্যা আজকের নয়। ঠিক যেদিন থেকে রাজ্য়ের এসআইআর-এর কাজ শুরু হয়েছে, সেই দিন থেকে এই রকম একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। কমিশনের কাছে অনেক বার এই সকল বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু ওনাদের কোনও হেলদোল নেই। আমরা গতকালও যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিলাম, তখন আমাদের জানানো হয়, দিল্লির সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে। কিন্তু তারপরেও একই অবস্থা।’