Viral Video: হেলমেট ছাড়াই, স্কুটারে মস্তি, ৪ মহিলার!
এবার একটা স্কুটারে দেখা গেল চারটি মেয়েকে বসে থাকতে। তাঁদের কারও মাথায় হেলমেট নেই, সেই ভিডিয়োই এখন খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োটি তোলা হয়েছে একটি গাড়ি থেকে।
এবার একটা স্কুটারে দেখা গেল চারটি মেয়েকে বসে থাকতে। তাঁদের কারও মাথায় হেলমেট নেই। সেই ভিডিয়োই এখন খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োটি তোলা হয়েছে একটি গাড়ি থেকে। সেই গাড়িটিকে সে সময় ক্রস করছিল স্কুটারটি। স্কুটারে ছিল ৪টি মেয়ে। হেলমেট ছাড়াই তাঁরা শহরের রাজপথে বেপরোয়া ভাবে স্কুটার চালিয়ে যাচ্ছিল। বাইক স্টান্টের থেকে কোনও অংশে যেন কম যায় না মেয়েগুলির এমনতর কাণ্ডজ্ঞানহীনতা। স্কুটারের এক্কেবারে সামনে যে বসেছিল,সে স্কুটার চালাচ্ছিল না। স্কুটারটি চালাচ্ছিল তার ঠিক পরের যে মেয়েটি বসেছিল। একটি ব্রিজের উপর দিয়ে ক্রস করছিল স্কুটারটি। তার থেকেও বড় কথা,স্কুটার চালাতে চালাতেই তারা ভিডিয়ো রেকর্ড করছিল, তুলছিল সেলফিও। গত 26 মার্চ টুইটারে @RupaliVKSharma নামের এক ইউজার ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনিই ক্যাপশনে লিখেছেন, নবি মুম্বইের পাম বিচ রোড এলাকার ঘটনা এটি। ওই ইউজার ভিডিয়োটি শেয়ার করে ট্রাফিক পুলিশকে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। সঙ্গে তিনি এ-ও যোগ করেছেন যে,মেয়েগুলো ওই বাইক নিয়ে ব্রিজ পারাপার করার সময় সেলফি এবং ভিডিয়ো তুলছিল। খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষ এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। একজন লিখেছেন, “মজা করার এই তো বয়স। তরুণ রক্ত, জীবনের মর্মটা ওরা এখনও উপলব্ধি করতে শেখেনি”।