কেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ? পথে হাজার-হাজার মহিলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2025 | 11:00 PM

কিন্তু সেখানে যাওয়ার পরই পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি সঙ্গে হাতাহাতি। বস্তুত, যে কোনও সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায়, বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউই বঞ্চিত হন না। কিন্তু ময়নায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি।

তিন মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। মহিলাদের দাবি, তাঁদের মধ্যে অনেকেই বিজেপি করেন সেই কারণেই তাঁরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার প্রায় তিন হাজার মহিলা বিডিও অফিসে যান ডেপুটেশন জমা দিতে। কিন্তু সেখানে যাওয়ার পরই পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি সঙ্গে হাতাহাতি। বস্তুত, যে কোনও সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায়, বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউই বঞ্চিত হন না। কিন্তু ময়নায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি।