Banarhat Wood Smuggle: মাফিয়াদের ডেরায় ঢুকতেই…

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 28, 2023 | 8:03 PM

রীতিমতো বাড়ির পেছনে অবৈধ ভাবে অঘোষিত কাঠ চেরাই করার মিল বানিয়ে ফেলেছে মাফিয়ারা। সেখানেই জঙ্গল থেকে মূল্যবান শাল সেগুন গাছ কেটে নিয়ে এসে চেরাই করে পাচার করা হতো বিভিন্ন এলাকায় এমনটাই মনে করছেন পরিবেশ প্রেমীরা। বন কর্তাদের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মূল্যবান চোরাই কাজ।

কাঠ মাফিয়াদের ডেরায় কর্মীদের হানা দিতে চক্ষু চড়ক গাছ। রীতিমতো বাড়ির পেছনে অবৈধ ভাবে অঘোষিত কাঠ চেরাই করার মিল বানিয়ে ফেলেছে মাফিয়ারা। সেখানেই জঙ্গল থেকে মূল্যবান শাল সেগুন গাছ কেটে নিয়ে এসে চেরাই করে পাচার করা হতো বিভিন্ন এলাকায় এমনটাই মনে করছেন পরিবেশ প্রেমীরা। বন কর্তাদের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মূল্যবান চোরাই কাজ।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামলো জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া ও খট্টিমারি বিটের বন কর্মীরা। বনকর্তাদের দেখেই দৌড়ে পালালো কাঠ চোরেরা। বানারহাট এর মোগলকাটা বন বস্তি এলাকায় ঘটনা।

বনদপ্তর সূত্রে খবর, “ গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন এই অভিযানের নামে তারা। আর সেই অভিযান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ চোরাই শাল ও লাঠোর গাছের গুড়ি ও চেরাই করা কাঠ। উদ্ধার করা কাঠের পরিমাণ প্রায় ৪০ সি এফ টির মত। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার মত। চোরাকারবারের সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তের নাম ও পরিচয় পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই রেঞ্জ অফিস সূত্র জানানো হয়েছে”।