Chalsa News: মাছের পেটির আড়ালে পাচার হচ্ছিল চোরাই কাঠ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 25, 2023 | 6:29 PM

পাচারকারীদের পিছু ধাওয়া করতেই উল্টে গেল পাচারকারী গাড়ি নয়ানজুলিতে। আটক লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ। মাছ রাখার পেটির আড়ালে ছোট গাড়িতে করে পাচার হচ্ছিল মূল্যবান শাল কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার শাল কাঠ উদ্ধার করা হলো

মাছের পেটির আড়ালে পাচার হচ্ছিল চোরাই কাঠ। অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো বনদপ্তর । পাচারকারীদের পিছু ধাওয়া করতেই উল্টে গেল পাচারকারী গাড়ি নয়ানজুলিতে। আটক লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ। মাছ রাখার পেটির আড়ালে ছোট গাড়িতে করে পাচার হচ্ছিল মূল্যবান শাল কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ছোট গাড়ি সমেত লক্ষাধিক টাকার শাল কাঠ উদ্ধার করা হলো। এই সাফল্য পেল চালসা রেঞ্জের বন কর্মীরা। যদিও গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি বনকর্মীরা। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে চালসা রেঞ্জের বন কর্মীরা খুনিয়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে ওত পেতেছিল। ওই সময় মাছ রাখার পেটির আড়ালে একটি ছোট গাড়ি নিউ খুনিয়া হয়ে জাতীয় সড়কের দিকে আসছিল। বন কর্মীদের দেখতে পেয়ে গাড়ির চালক গাড়িটিতে সামলাতে না পেরে নিউ খুনিয়া এলাকায় রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় বৃষ্টি হচ্ছিল। পরে বন কর্মীরা এসে গাড়ির তল্লাশি করার সময় গাড়ির ভিতরে মাছের পেটির আড়ালে শাল কাঠ দেখতে পায়।রাত্রেই গাড়ি সমেত কাঠ নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। চালসা রেঞ্জার প্রকাশ থাপা বলেন, উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকা। এই ধরনের অভিযান চলতেই থাকবে।

Published on: May 25, 2023 05:58 PM