SIR: ‘কাজের চাপ’, মালবাজারে BLO কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 19, 2025 | 5:37 PM

SIR: ২ মাসে এসআইআর প্রক্রিয়া শেষ করতে বিএলও-দের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে জানিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছুদিন আগে বর্ধমানে মেমারিতে এক বিএলও কর্মীর মৃত্যু হয়। পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপ ছিল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওই বিএলও।

মালবাজার: বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ল জলপাইগুড়ির মালবাজারে। মৃত বিএলও-র নাম শান্তি মুনি ওরাওঁ (৪৮)। বুধবার সকালে বাড়ির পাশে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, বিএলও-র কাজে অতিরিক্ত চাপের জন্যই আত্মহত্যা করেছেন শান্তি। খবর পেয়ে মৃত বিএলও-র বাড়িতে যান রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। ২ মাসে এসআইআর প্রক্রিয়া শেষ করতে বিএলও-দের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে জানিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিছুদিন আগে বর্ধমানে মেমারিতে এক বিএলও কর্মীর মৃত্যু হয়। পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপ ছিল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওই বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।