Alipurduar News: ‘রাজ্য়পাল মন্ত্রী,দফতরের মধ্যে দরকার সমন্বয়’

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 11, 2023 | 6:20 PM

রাজ্যপাল,শিক্ষামন্ত্রী, শিক্ষাদফতর সমনবয় তৈরি করে এগিয়ে আসা উচিত।হায়ার এডুকেশন একটি স্পর্শকাতর বিষয়।বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র তৈরি হয়,ছাত্রনেতা তৈরি হয়।সমাজগঠন হয়।

Follow Us

রাজ্যপাল,শিক্ষামন্ত্রী, শিক্ষাদফতর সমনবয় তৈরি করে এগিয়ে আসা উচিত।হায়ার এডুকেশন একটি স্পর্শকাতর বিষয়।বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র তৈরি হয়,ছাত্রনেতা তৈরি হয়।সমাজগঠন হয়।মান অভিমান ত্যাগ করে সমনবয় তৈরি হলে ই সমস্যা মিটবে। কলকাতায় শিক্ষাদফতরের ডাকা বৈঠকে যোগ দিয়ে আলিপুরদুয়ার ফিরেছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়দীপ রায়।তিনি এদিন টিভি৯ বাংলাকে এক সাক্ষাৎকারে একথা জানান।তিনি বলেন এটি যথেষ্ট স্পর্শকাতর বিষয়।রাজপাল,শিক্ষামন্ত্রী, শিক্ষাদফতর এর যোগসূত্র দরকার।তবেই সমস্যা মিটবে। ফাইনান্স নিয়ে মিটিং হয়েছে।আর্থিক বছরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে।তারা আর্থিক বছরের বাজেট চেয়েছেন।তিনি আর ও বলেন,উপাচার্য দ্রুত নিয়োগ হোক।এটা আমরা ও চাই।উপাচার্য না থাকায় সমস্যা তো রয়েছে।আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে দুবছরের উপর স্থায়ী উপাচার্য নেই।মাঝখানে কিছু সময়ের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একজন কে পাঠানো হয়েছিল।কয়েকমাস তিনি ছিলেন।সময় পেরিয়ে যাওয়ায় তিনি চলে গিয়েছেন।স্বাভাবিক ভাবেই এখন উপাচার্যহীন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।রাজ্যপাল,শিক্ষামন্ত্রী দ্বন্দ নিয়ে আগামীকাল থেকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামছে তৃনমূল ছাত্র পরিষদ।যদিও এ বিষয়ে কোন তথ্য অফিসিয়ালি জানেন না রেজিস্ট্রার জয়দীপ রায়।তিনি বলেন,কোন চিঠি পাইনি।ফলে অফিসিয়ালি কিছু জানিনা। এ ব্যাপারে তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ বলেন,রাজ্যপালের ভূমিকা ঠিক নেই।তিনি বিজেপি র মুখপাত্র হয়েগেছেন।রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে ভিসি নিয়োগ সহ ছাত্র ছাত্রীদের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলনে নামা। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তাঁরা মুখ্যমন্ত্রী কেই চাইছেন।
আর আগামীকাল তৃনমূল ছাত্র পরিষদ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামছে।

রাজ্যপাল,শিক্ষামন্ত্রী, শিক্ষাদফতর সমনবয় তৈরি করে এগিয়ে আসা উচিত।হায়ার এডুকেশন একটি স্পর্শকাতর বিষয়।বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র তৈরি হয়,ছাত্রনেতা তৈরি হয়।সমাজগঠন হয়।মান অভিমান ত্যাগ করে সমনবয় তৈরি হলে ই সমস্যা মিটবে। কলকাতায় শিক্ষাদফতরের ডাকা বৈঠকে যোগ দিয়ে আলিপুরদুয়ার ফিরেছেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়দীপ রায়।তিনি এদিন টিভি৯ বাংলাকে এক সাক্ষাৎকারে একথা জানান।তিনি বলেন এটি যথেষ্ট স্পর্শকাতর বিষয়।রাজপাল,শিক্ষামন্ত্রী, শিক্ষাদফতর এর যোগসূত্র দরকার।তবেই সমস্যা মিটবে। ফাইনান্স নিয়ে মিটিং হয়েছে।আর্থিক বছরের বাজেট নিয়ে আলোচনা হয়েছে।তারা আর্থিক বছরের বাজেট চেয়েছেন।তিনি আর ও বলেন,উপাচার্য দ্রুত নিয়োগ হোক।এটা আমরা ও চাই।উপাচার্য না থাকায় সমস্যা তো রয়েছে।আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে দুবছরের উপর স্থায়ী উপাচার্য নেই।মাঝখানে কিছু সময়ের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একজন কে পাঠানো হয়েছিল।কয়েকমাস তিনি ছিলেন।সময় পেরিয়ে যাওয়ায় তিনি চলে গিয়েছেন।স্বাভাবিক ভাবেই এখন উপাচার্যহীন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।রাজ্যপাল,শিক্ষামন্ত্রী দ্বন্দ নিয়ে আগামীকাল থেকে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামছে তৃনমূল ছাত্র পরিষদ।যদিও এ বিষয়ে কোন তথ্য অফিসিয়ালি জানেন না রেজিস্ট্রার জয়দীপ রায়।তিনি বলেন,কোন চিঠি পাইনি।ফলে অফিসিয়ালি কিছু জানিনা। এ ব্যাপারে তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ বলেন,রাজ্যপালের ভূমিকা ঠিক নেই।তিনি বিজেপি র মুখপাত্র হয়েগেছেন।রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে ভিসি নিয়োগ সহ ছাত্র ছাত্রীদের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলনে নামা। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তাঁরা মুখ্যমন্ত্রী কেই চাইছেন।
আর আগামীকাল তৃনমূল ছাত্র পরিষদ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামছে।

Next Video