শিল্পের বর্জ্য রাসায়নিক জল ঢুকে নষ্ট ৬টি পুকুর

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jun 05, 2021 | 10:37 PM

শতাধিক পরিবার সরাসরি এবং আরও অনেক মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হচ্ছে প্রতিদিন এই রাসায়নিক দূষণে।

১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হাওড়ার পাঁচলা ব্লকের কুলাই গ্রাম। প্রায়ই জাতীয় সড়কের ফ্লাড ড্রেন দিয়ে হুহু করে ঢোকে ‘লাল জল’ ভেসে যায় গ্রাম। মুহূর্তের মধ্যে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। সেই লাল জল জমে গাছের গোড়ায়, পুকুরে। রাসায়নিক বিষক্রিয়ায় সেই জল শরীরে লাগলেই চর্মরোগ। শতাধিক পরিবার সরাসরি এবং আরও অনেক মানুষের জীবন ও জীবিকা বিপন্ন হচ্ছে প্রতিদিন এই রাসায়নিক দূষণে।