Tourist Spot: পর্যটকদের পছন্দের শহর কোনটি?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 13, 2023 | 2:18 PM

অনেকেই বলবেন সুইৎজারল্যান্ড সব থেকে সুন্দর দেশ। তবে একটি সমীক্ষা থেকে অন্য তথ্য পাওয়া গিয়েছে। জানেন কি পর্যটকরা ইউরোপের কোন শহরে বেশি যান ? প্রথম ১০য়ে সুইৎজারল্যান্ডের কোনও শহরের নাম নেই । সেই তালিকায় স্থান পেয়েছে লন্ডন ও প্যারিসের নাম। লন্ডন ও প্যারিসে প্রায় ২ কোটি মানুষ এখানে ঘুরতে আসেন। লন্ডনে আছে ওয়েস্টমিনস্টার অ্যাবে,বিগ বেন,ব্রিটিশ জাদুঘর ও বাকিংহাম প্যালেস।

অনেকেই বলবেন সুইৎজারল্যান্ড সব থেকে সুন্দর দেশ। তবে একটি সমীক্ষা থেকে অন্য তথ্য পাওয়া গিয়েছে। জানেন কি পর্যটকরা ইউরোপের কোন শহরে বেশি যান ? প্রথম ১০য়ে সুইৎজারল্যান্ডের কোনও শহরের নাম নেই । সেই তালিকায় স্থান পেয়েছে লন্ডন ও প্যারিসের নাম। লন্ডন ও প্যারিসে প্রায় ২ কোটি মানুষ এখানে ঘুরতে আসেন। লন্ডনে আছে ওয়েস্টমিনস্টার অ্যাবে,বিগ বেন,ব্রিটিশ জাদুঘর ও বাকিংহাম প্যালেস। প্য়ারিসে আছে বিখ্যাত আইফেল টাওয়ার,নটরডেম ক্যাথেড্রাল ও ল্যুভর জাদুঘর। পর্যটকদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে আছে তুরস্কের ইস্তানবুল। বছরে সেখানে প্রায় ১.৫ কোটি মানুষ ভিড় করেন । ইস্তানবুলে আছে নীল মসজিদ,হাগিয়া সোফিয়া ও গ্র্যান্ড বাজার । রোম ও মিলানে অনেক পর্যটক ঘুরতে আসেন । বছরে প্রায় ১ কোটি মানুষ রোমে ঘুরতে আসেন। রোমে আছে ‘কলোসিয়াম’যা সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম।
প্রায় ৬০ লাখ মানুষ মিলানে ঘুরতে আসেন। এছাড়া সারা বছর ভিয়েনা,আমস্টারডাম,বার্সেলোনায় পর্যটকরা ঘুরতে আসেন।

Published on: Aug 13, 2023 02:15 PM