West Bengal Assembly Election : ‘বিনা পয়সায় গ্যাস দাও, তারপরে ভোট চাও’, খানাকুলের জনসভা থেকে বিজেপিকে তোপ মমতার
'আমার ক্যাশ চাই না, গ্যাস চাই', খানাকুল থেকে বিজেপিকে (BJP) কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। তৃণমূলকে 'গুন্ডাবাহিনী' বলে তোপ দাগলেন মোদীর প্রধান সেনাপতি যোগী আদিত্যনাথ।
নির্বাচনী (West Bengal Assembly Election) প্রচারে ঝড় তুলল দুই ফুলশিবির। মমতা (Mamata Banerjee) ও যোগীর প্রচারসভায় সরগরম হুগলীর খানাকুল। ‘আমার ক্যাশ চাই না, গ্যাস চাই’, খানাকুল থেকে বিজেপিকে (BJP) কটাক্ষ তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমোর। পাশাপাশি তৃণমূলকে ‘গুন্ডাবাহিনী’ বলে তোপ দাগলেন মোদীর প্রধান সেনাপতি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
[embedyt] https://www.youtube.com/watch?v=Dlgw4hYC6QU[/embedyt]