Viral Video: সুইমিং স্লাইডে যুবকের রুদ্ধশ্বাস দৌড়
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সুইমিং স্লাইডে জলের স্রোতের সঙ্গে দৌড়ে নামছেন এক ব্য়ক্তি। তার তারপরেই যা হল, তা দেখলে আপনি চমকে উঠবেন।
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সুইমিং স্লাইডে জলের স্রোতের সঙ্গে দৌড়ে নামছেন এক ব্য়ক্তি। তার তারপরেই যা হল, তা দেখলে আপনি চমকে উঠবেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওয়াটার পার্কের সুইমিং স্লাইডে সবাই শুয়ে জলের সঙ্গে নীচে নামছে। এদিকে সেখানে এক ব্যক্তি দ্রুত দৌড়ে নামছে। প্রথমে আপনি তাকে দেখে এক মুহূর্তের জন্য় হলেও চমকে উঠবেন। সেখানে উপস্থিত লোকজনও তাকে দেখে অবাক। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখবেন, সে মুখ থুবড়ে পড়ে যাবে সেই সুইমিং স্লাইডে। তা দেখে আপনি শিউড়ে উঠতে বাধ্য়। এই ভিডিয়োটি @vidsthatgohard নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৪৭ লাখের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন। এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন,’জলে এ ধরনের স্টান্ট করার সাহস কোথা থেকে পায়, উনি যেভাবে পড়ে গেলেন তাতে ওনার বড় কোনও বিপদ হতে পারে’।