AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Conditioner Maintenance: আপনার ভুলে ব্লাস্ট করতে পারে  এসি!

Air Conditioner Maintenance: আপনার ভুলে ব্লাস্ট করতে পারে এসি!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 10, 2023 | 4:33 PM

Share

এসি ব্লাস্ট করতে পারে। আমেরিকাতে এই দুর্ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের করণে নিহত হয়েছেন ২৯ জন। জানেন কি কী করণে এসি ব্লাস্ট করে? অনেক দিন এসি বন্ধ করে রাখলে আগুন লাগতে পারে এসিতে। এসিতে ধুলো জমে যায় দীর্ঘদিন এসি বন্ধ করে রাখলে। ধুলো জমে গেলে ঠান্ডা হাওয়া বেরোতে পারেনা।

গরম থেকে মুক্তি পেতে অনেকই এসি চালান। এমনকি আগে থাকতে এসির সার্ভিসিংও করিয়ে নেন। এসি ব্লাস্ট করতে পারে। আমেরিকাতে এই দুর্ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের করণে নিহত হয়েছেন ২৯ জন। জানেন কি কী করণে এসি ব্লাস্ট করে? অনেক দিন এসি বন্ধ করে রাখলে আগুন লাগতে পারে এসিতে। এসিতে ধুলো জমে যায় দীর্ঘদিন এসি বন্ধ করে রাখলে। ধুলো জমে গেলে ঠান্ডা হাওয়া বেরোতে পারেনা। এসিতে অনেক চাপ পড়ে। এই ভাবে আগুন লেগে যেতে পারে এসিতে। এসির কাছে কখনই রাখবেন না দাহ্য পদার্থ। সেই দাহ্য পদার্থ থেকেও আগুল লাগতে পারে। নকল পার্টস ব্যবহার করবেন না। এসিতে কখনও নকল যন্ত্রাংশ লাগাবেন না। যন্ত্রাংশ লাগালে বাড়তে পারে বিপদ। এসি নিয়ম করে সার্ভিসিং করানো দরকার।