Amitabh Bachchan Gossips: সেটে দেরিতে অমিতাভ, রেগে আগুন পরিচালক
অমিতাভের জন্মদিনের ১ দিন পর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী জিনাত আমন। জিনাত ও অমিতাভের বিখ্যাত ছবি লাওয়ারিস, দোস্তানা, পুকার ও মহান। বিগ বিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেত্রী একটি গল্প শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রামে।
অমিতাভের জন্মদিনের ১ দিন পর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী জিনাত আমন। জিনাত ও অমিতাভের বিখ্যাত ছবি লাওয়ারিস, দোস্তানা, পুকার ও মহান। বিগ বিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেত্রী একটি গল্প শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রামে। সেটে সাধারণত শুটিং টাইম এর আগেই পৌঁছন বিগ বি অমিতাভ বচ্চন।
ছবির নাম, পরিচালক ও প্রযোজকের নাম না করে জিনাত বলেন একটি শুটিংয়ের অভিজ্ঞতার গল্প। শুটিংয়ের দিন সকাল সকাল পৌঁছে নিজের মেকআপ করে মেকআপ রুমে অপেক্ষা করছিলেন জিনাত। অমিতাভ তখনও সেটে উপস্থিত হননি। জিনাত খবর পান অমিতাভ স্টুডিওতে হাজির হয়েই শট দেবেন। বেশ কিছু দেরিতে সেটে অমিতাভ হাজির হতেই জিনাত আমন সেটে উপস্থিত হন। তাঁর হাতে ছিল স্ক্রিপ্ট। কল টাইমের থেকে দেরিতে সেটে অভিনেত্রীকে দেখে অগ্নিশর্মা হন পরিচালক।
জিনাতকে যা খুশি তাই বলতে থাকেন পরিচালক। ঘটনার আকষ্মিকতায় সেট ছেড়ে বেরিয়ে যেতে চান জিনাত আমন। রাগে তাঁর চোখে জল চলে আসে। জিনাত তাঁর টিমকে বলেন তিনি শুট নয় প্যাক আপ করবেন। বিগ বি এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেন তাঁর জন্যই শুটিংয়ের দেরি হয়েছে। জিনাতকে ডেকে তাঁকে শুটিংয়ে শুটিং শুরু করার অনুরোধ জানান। একইসঙ্গে অমিতাভ বলেন পরিচালকম মদ্যপ ও বোকা। তার কথায় জিনাতকে রাগ না করতে অনুরোধ করেন অমিতাভ। চলো আমরা আমাদের কাজ সেরে নিই।