সাপ নিয়ে বিভিন্ন শিউরে ওঠার মতো ভিডিয়ো আজকাল মাঝে মাঝেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। তবে এবার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। ইনস্টাগ্রামের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনে বসে রয়েছেন এক তরুণী। আর তার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে একটি সাপ। যে সে সাপ নয়, লম্বায় একেবারে ২০ ফুট! যে ঘটনা কল্পনা করলেও বুক কেঁপে উঠবে, বাস্তবে ঠিক সেটাই ঘটেছে।
শোনা গিয়েছে, এই ভিডিয়ো ইন্দোনেশিয়াতে তোলা হয়েছে। তবে সত্যিই এই ভিডিয়ো ইন্দোনেশিয়ার কি না, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ভিডিয়ো যেখানকারই হোক না কেন, এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, তরুণীর কোলের উপর সাপ শুয়ে থাকলেও তাঁর কোনও হেলদোল নেই। বরং এক হাতে ফোন নিয়ে দিব্যি সেটাই দেখে চলেছেন তরুণী। আর একটা হাত দিয়ে সাপের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। মনে হচ্ছে যেন তরুণীর কোলে কোনও বাচ্চা শুয়ে রয়েছে। আর তাকে আদর দিয়ে ভুলিয়ে রেখেছেন তরুণী।
গত ১৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। এতদিনে প্রায় ১.২ মিলিয়ন লোক ইতিমধ্যেই এই ভিডিয়ো দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে জড়ো হয়েছে অসংখ্য কমেন্ট। নেটিজ়েনদের সকলেই চমকে গিয়েছেন ওই তরুণীর কাণ্ডকারখানা দেখে। কীভাবে ওই তরুণী এত সাহস পেলেন তা দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। সাপটিও কেন এত শান্তভাবে শুয়ে আছে তা নিয়েও সন্দেহ জেগেছে নেটিজ়েনদের মনে।
আরও পড়ুন- Viral Video: রাস্তার পাশের ই-স্কুটার থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া! আতঙ্কিত স্থানীয়রা, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: বাড়িতে ঢুকে পড়েছিল কুমির! কীভাবে বাগে আনলেন যুবক? দেখুন ভিডিয়ো