Viral Video Today: একটি শিশুর জন্মের পর থেকে সে কবে হামাগুড়ি দেবে, কবে দাঁড়াতে শিখবে, কবেই বা কথা বলবে, এই সব নিয়ে চিন্তায় থাকে বাড়ির লোকজন। কোনও বাচ্চার আবার কথা বলতে বা হাঁটতে দেরি হলে, মা-বাবা চিন্তায় পড়েন। আর এই সব কিছু অপেক্ষা করতে করতে বেশ কয়েক মাস কেটে যায়। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। একটি শিশু তার জন্মের তিন দিনের মাথায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। এমনকি সে উল্টে গিয়েছে হামাগুড়ি দেবে বলে। তার এই চেষ্টা দেখে হতবাক হাসপাতালের ডাক্তার থেকে নার্স সবাই।
শিশুটির মা এই ভিডিয়োটি শেয়ার করেছেন। তারপর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োটিয় দেখা যাচ্ছে, একটি শিশু হাসপাতালের বেডে শুয়ে আছে। আর সে তার মতো করে প্রচেষ্টা চালাচ্ছে হামাগুড়ি দেওয়ার। বয়ম মাত্র 3 দিন। না একেবারেই ভুল পড়েননি। শিশুটি তিনদিনেই উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই দেখে অবাক তার মাও। তিনি ভিডিয়োটি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভিডিয়োটি (@সামান্থা এলিজাবেথ) নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন, যিনি সন্তানের মা। তিনি ক্যাপশনে লিখেছেন- “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এটি ঘটেছে।” এখনও পর্যন্ত ক্লিপটিতে লাইক দিয়েছেন 900-এর বেশি মানুষ লাইক করেছেন। এছাড়াও প্রচুর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়। কেউ বলেছেন,”এই প্রথম আমি এমন কোনও শিশুকে দেখলাম, যে কি না 3 দিনেই এমন কিছু করার চেষ্টা করছে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় নেই।”