Viral Video: এক বাইকে গোটা পরিবার, মায়ের কোলে বিপজ্জনক ভাবে ঝুলছে মেয়ে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 27, 2023 | 7:45 PM

ভাইরাল ক্লিপটিতে দেখা গেল, পরিবারের তিনজন সদস্যকে নিয়ে ভিড় রাস্তায় বাইক চালাচ্ছেন ওই ব্যক্তি। চালক তো বটেই, বাইকে বাকিরাও যেন সেঁটে বসে রয়েছেন। ওই ব্যক্তি বাইক চালাচ্ছিলেন। তাঁর পিছনে বসেছিলেন স্ত্রী, পুত্র ও কন্যা। যে ভাবে বাইকটি ভিড় রাস্তা ফুঁড়ে এগিয়ে চলছিল, তা দেখে যে কারও মনে ভয় ধরতে পারে। মেয়েটি আবার বাইক চালকের স্ত্রীর কোলে যেন একপ্রকার ঝুলেই যাচ্ছিল।

Viral Video: এক বাইকে গোটা পরিবার, মায়ের কোলে বিপজ্জনক ভাবে ঝুলছে মেয়ে
একটা বাইকে গোটা পরিবার।

Follow Us

পথনিরাপত্তা নিয়ে প্রচার যেন যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে! কোথায় মানুষের সচেতনতা? কখনও কেউ হেলমেট না পরে, পিছনে একাধিক মানুষকে বসিয়ে রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছেন। বেপরোয়া গতি তো আছেই। তাতে দুর্ঘটনা বেড়েই চলেছে। তারপরেও বিন্দুমাত্র সচেতনতা নেই মানুষের মধ্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে এক ব্যক্তি ও তাঁর পরিবারের কাণ্ডজ্ঞানহীনতা চোখে পড়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

ভাইরাল ক্লিপটিতে দেখা গেল, পরিবারের তিনজন সদস্যকে নিয়ে ভিড় রাস্তায় বাইক চালাচ্ছেন ওই ব্যক্তি। চালক তো বটেই, বাইকে বাকিরাও যেন সেঁটে বসে রয়েছেন। ওই ব্যক্তি বাইক চালাচ্ছিলেন। তাঁর পিছনে বসেছিলেন স্ত্রী, পুত্র ও কন্যা। যে ভাবে বাইকটি ভিড় রাস্তা ফুঁড়ে এগিয়ে চলছিল, তা দেখে যে কারও মনে ভয় ধরতে পারে। মেয়েটি আবার বাইক চালকের স্ত্রীর কোলে যেন একপ্রকার ঝুলেই যাচ্ছিল। কখনও আবার এই ভিডিয়োটি দেখলে আপনার ফেভিকল আঠার বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাবে! কীভাবে একটা গাড়িতে প্রচুর মানুষ চিপকে দাঁড়িয়ে ও বসেছিলেন, দেখা গিয়েছিল সেই ভিডিয়োতে।


ইনস্টাগ্রামে @purnia_parivar নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এ কী হয়ে গেল!’ কমেন্ট সেকশনেই অনেকে জানিয়েছেন, এই ক্লিপটি বিহারের পুর্নিয়ার। প্রতিবেদনটি লেখার সময়ও এই ভিডিয়োর ভিউ 1 কোটির বেশি ছাপিয়ে গিয়েছে এবং 2 লাখ 75 হাজারের বেশি লাইক পড়েছে।

মজাদার সব কমেন্টও করেছেন নেটিজ়েনরা। একজন লিখলেন, ‘ভারত সরকারের উচিত এই চালককে একটা পুরস্কার দেওয়া।’ আর একজন যোগ করে বললেন, ‘এই হল মধ্যবিত্তের অবস্থা। বাইকে যাওয়াও চাই। আবার একটা বাইকে গোটা পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়েও বাইক চালানো চাই।’ অনেকেই জানিয়েছেন, এই ধরনের ঝুঁকি এক্কেবারেই নেওয়া উচিত নয়। এই ভিডিয়ো যেন সত্যিই প্রমাণ করে দিয়েছে, পথনিরাপত্তা নিয়ে প্রচারই সার!

Next Article