Viral Video: কেরলের বিচে স্নান করছিলেন পর্যটকরা, হঠাৎ ভেসে এল 50 ফুটের বিশালাকার তিমির দেহ
Latest Viral Video: ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোঝিকোড কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিক ইনচার্জ প্রমোদ জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তিমিটির ময়নাতদন্ত সমুদ্র সৈকতেই করা হবে। ময়নাতদন্ত শেষে প্রটোকল অনুযায়ী তাকে একটি গর্তে পুঁতে ফেলা হবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিয়ো আপনাকে অবাক করতে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। কেরালার কোঝিকোড়ের দক্ষিণ সমুদ্র সৈকতে একটি দীর্ঘ তিমির মৃতদেহ দেখা গিয়েছে। তিমির মৃতদেহ সাগর থেকে ভেসে সমুদ্র সৈকতে এসেছে। সৈকতে তিমিটিকে দেখার পর সেখানে ভিড় জমায় বিপুল মানুষ। এত বড় তিমি সৈকতে এসে কীভাবে মারা গেল তার উত্তর পাওয়া যাচ্ছে না। কিছু স্থানীয় জেলে এই তিমিটিকে প্রথম লক্ষ্য করেছিল। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সৈকতে পড়ে থাকা তিমির মৃতদেহের ভিডিয়ো ইনস্টাগ্রামে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এই বিশাল তিমিকে দেখে সবাই অবাক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে পড়ে আছে তিমির মৃতদেহ। তার আশেপাশে বহু মানুষ রয়েছে, যারা এর ছবি তুলছে। এমনকি মৃতদেহের সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে কয়েকজনকে। শনিবার অর্থাৎ 30 সেপ্টেম্বর, সকাল 10টার দিকে এই তিমিটিকে মৃত অবস্থায় দেখতে পান জেলেরা। তিমির মৃতদেহটি পচতে শুরু করেছিল। জেলেরা আরও জানান, তিমিটি প্রায় 50 ফুট লম্বা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোঝিকোড কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিক ইনচার্জ প্রমোদ জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তিমিটির ময়নাতদন্ত সমুদ্র সৈকতেই করা হবে। ময়নাতদন্ত শেষে প্রটোকল অনুযায়ী তাকে একটি গর্তে পুঁতে ফেলা হবে।
View this post on Instagram
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। হতবাক করা এই ভিডিয়োয় অনেকে অনেক কমেন্টও করেছে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “বিরাট আকার তিমিটির। তবে তার আশেপাশে না থাকাই ভাল। বড় তিমিদের দেহে গ্যাস তৈরি হয়, যার কারণে মৃতদেহটি ফেটে যেতে পারে।”