Viral Video: চন্দ্রবোড়া সাপকে অর্ধেক গিলেও মুখ থেকে ছুড়ে ফেলল ৬ ফুটের কেউটে, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2022 | 6:21 PM

Odisha Viral News: একটি চন্দ্রবোড়া সাপকে একপ্রকার গ্রাস করে ফেলেও শেষ পর্যন্ত তাকে মুখ থেকে ছুড়ে ফেলে দিল একটি ছয় ফুটের কোবরা সাপ। শিউরে ওঠার মতো ওডিশার এই ভিডিয়োটি একবার দেখুন।

Follow Us

Cobra And Russell’s Viper: সোশ্যাল মিডিয়ায় একটি বিশালাকার কেউটে (Cobra) ও চন্দ্রবোড়া (Russell’s Viper) সাপের ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, চন্দ্রবোড়া সাপটিকে একপ্রকার গ্রাস করেও মুখে থেকে ফেলে দেয় কেউটে সাপটি। নিজের প্রাণও ফিরে পায় ওই চন্দ্রবোড়া। ওড়িশার (Odisha) বাঙ্কিতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা এই ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ করার পরেই সাপ উদ্ধারকারী দলকে খবর দেন। পরবর্তীতে দুটি সাপকেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, কেউটের নিউরোটক্সিক বিষের কবলে পড়ে ওই চন্দ্রবোড়া সাপটির বেঁচে থাকা সম্ভব হবে না। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইউটিউবে স্থানীয় একটি ওডিশা চ্যানেলের তরফে। সেই চ্যানেলে স্থানীয় বাসিন্দারা মতামত প্রকাশ করেছেন যে, কীভাবে ওই কেউটে আর একটি চন্দ্রবোড়া সাপকে অর্ধেক গ্রাস করার পরেও মুখ থেকে ফেলে দিয়েছিল। ভিডিয়োতেও ধরা পড়েছে সমগ্র ঘটনাটি।

কয়েক দিন আগেই আর একটি ১২ ফুটের কেউটের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সাপ উদ্ধারকারী সেই ব্যক্তিকে রীতিমতো গোত্তা খেয়ে হয় তাকে সামলাতে। ইনস্টাগ্রামের সেই ভিডিয়োটি শোরগোল ফেলে দিয়েছিল। মাইক হোলস্টন নামের সেই সাপ উদ্ধারকারীকে দেখা যা, খালি হাতেই কেউটে সাপটিকে ট্যাকল করছেন। প্রথমাবস্থায় মনে হয়, কাজটি তাঁর জন্য খুবই মামুলি। কারণ, এই কাজই তো তিনি দীর্ঘ দিন ধরে করে আসছেন।

কিন্তু আসলে তা নয়। সাপটিকে নিয়ন্ত্রণ করতে মাইকের অবস্থা যে সংকটজনক হয়ে যায়, তা তাঁর চোখমুখের অবস্থা থেকেই পরিষ্কার হয়ে যায়। সাপটির বর্ণনায় হিলস্টোন বলেন, “একটি গ্রামে এই ১২ ফুটের কেউটে সাপটিকে দেখা যায়, যাকে স্থানান্তরিত করতে হত। ওই সাপটার মধ্যে ভয়ঙ্কর মশলাদার মনোভাব দেখা যায়। তবে তাদের প্রাকৃতিক বাসস্থানে প্রাণীদের সঙ্গে কাজ করার মতো কিছু নেই এই পৃথিবীতে।”

Cobra And Russell’s Viper: সোশ্যাল মিডিয়ায় একটি বিশালাকার কেউটে (Cobra) ও চন্দ্রবোড়া (Russell’s Viper) সাপের ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, চন্দ্রবোড়া সাপটিকে একপ্রকার গ্রাস করেও মুখে থেকে ফেলে দেয় কেউটে সাপটি। নিজের প্রাণও ফিরে পায় ওই চন্দ্রবোড়া। ওড়িশার (Odisha) বাঙ্কিতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা এই ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ করার পরেই সাপ উদ্ধারকারী দলকে খবর দেন। পরবর্তীতে দুটি সাপকেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, কেউটের নিউরোটক্সিক বিষের কবলে পড়ে ওই চন্দ্রবোড়া সাপটির বেঁচে থাকা সম্ভব হবে না। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইউটিউবে স্থানীয় একটি ওডিশা চ্যানেলের তরফে। সেই চ্যানেলে স্থানীয় বাসিন্দারা মতামত প্রকাশ করেছেন যে, কীভাবে ওই কেউটে আর একটি চন্দ্রবোড়া সাপকে অর্ধেক গ্রাস করার পরেও মুখ থেকে ফেলে দিয়েছিল। ভিডিয়োতেও ধরা পড়েছে সমগ্র ঘটনাটি।

কয়েক দিন আগেই আর একটি ১২ ফুটের কেউটের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সাপ উদ্ধারকারী সেই ব্যক্তিকে রীতিমতো গোত্তা খেয়ে হয় তাকে সামলাতে। ইনস্টাগ্রামের সেই ভিডিয়োটি শোরগোল ফেলে দিয়েছিল। মাইক হোলস্টন নামের সেই সাপ উদ্ধারকারীকে দেখা যা, খালি হাতেই কেউটে সাপটিকে ট্যাকল করছেন। প্রথমাবস্থায় মনে হয়, কাজটি তাঁর জন্য খুবই মামুলি। কারণ, এই কাজই তো তিনি দীর্ঘ দিন ধরে করে আসছেন।

কিন্তু আসলে তা নয়। সাপটিকে নিয়ন্ত্রণ করতে মাইকের অবস্থা যে সংকটজনক হয়ে যায়, তা তাঁর চোখমুখের অবস্থা থেকেই পরিষ্কার হয়ে যায়। সাপটির বর্ণনায় হিলস্টোন বলেন, “একটি গ্রামে এই ১২ ফুটের কেউটে সাপটিকে দেখা যায়, যাকে স্থানান্তরিত করতে হত। ওই সাপটার মধ্যে ভয়ঙ্কর মশলাদার মনোভাব দেখা যায়। তবে তাদের প্রাকৃতিক বাসস্থানে প্রাণীদের সঙ্গে কাজ করার মতো কিছু নেই এই পৃথিবীতে।”

Next Article