Latest Viral Video: বয়স একটি সংখ্যা মাত্র। অনেকেই নিজের মনের ইচ্ছেগুলিকে আটকে রাখে শুধুমাত্র বয়স হয়েছে এমন ভেবে। তবে ইচ্ছে পূরণে বয়স কখনও বাঁধা হয়ে থাকতে পারে না, এমনও প্রমান করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন অনেক ভিডিয়ো সামনে আসে, যা দেখে আপনার মনের জোর কিছুক্ষণের জন্য় বাড়লেও, হয়তো তারপরে আর সাহস হয় না। তবে সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে আপনি চমকে উঠবেন। অনেক সাহস জোগাবে আপনার মনে। ভাইরাল ভিডিয়োয় এক বৃদ্ধ মহিলার (Elderly Women) কাজ দেখে আপনি অবাক হবেন। 67 বছর বয়সী মহিলা দড়িতে সাইকেল চালাচ্ছেন। ভাবছেন কীভাবে সম্ভব? আসলেই এমন হয়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,হলুদ শাড়ি পরা এক বয়স্ক মহিলা দড়িতে সাইকেল চালাচ্ছেন। একটুও ভয় পাচ্ছেন না উল্টে তিনি যথেষ্ট সাবলীল। যদিও তিনি হেলমেট পরে রয়েছেন। আর তাকে ক্য়ারেবিনা দিয়ে আটকে রাখাও আছে। দড়িতে সাইকেলটি দিব্য়ি চালিয়ে চলেছেন তিনি। প্যাডেল করছেন বেশ সাহসের সঙ্গে। দেখেই বোঝা যাচ্ছে, মাটি থেকে বেশ অনেকটি উঁচুতেই আছেন তিনি।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, “ভয় নেই, আমি সাইকেল চালাব। শুধু আমার সঙ্গে চলো। সেই মা 67 বছর বয়সে আমাদের কাছে এসেছিলেন তার ইচ্ছা পূরণ করতে। আমরা তা পূরণ করেছি। খুব ভাল লাগছিল তাকে দেখে।” শেয়ার করার পর থেকেই নজর কেড়েছে নেটিজেনের একাংশের। ভিডিয়োটিতে অনেকে আনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমার দেখেই ভয় করছে। উনি এটা করছেন কী করে।” আর একজন করেছেন, “উনি বহুদিন বেঁচে থাকুন। সুস্থ থাকুন।” কেউ আবার কমেন্ট করেছেন, “অনেকেই এমন মনে করেন বয়স হয়ে গেলে আর কোনও শখ পুরণ করা যায় না। তাদের এনাকে দেখে শেখা উচিত।”