AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: পোহা বিক্রি করে সংসার চালান নাগপুরের বৃদ্ধ দম্পতি, ভিডিয়ো দেখে চোখ ছলছল নেটাগরিকদের!

Nagpur: গত চার বছর ধরে এই দোকান চালান ওই দম্পতি। প্রতিদিন ভোর পাঁচটায় দোকান খোলেন। তার আগে বাড়ির যাবতীয় কাজ সারেন দুজন মিলেই

Viral Video: পোহা বিক্রি করে সংসার চালান নাগপুরের বৃদ্ধ দম্পতি, ভিডিয়ো দেখে চোখ ছলছল নেটাগরিকদের!
ভোর পাঁচটায় এসে দোকান খোলেন এই বৃদ্ধ দম্পতি
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 6:58 PM
Share

আজকাল ইন্টারনেটের দৌলতে সত্যিই পৃথিবী আমাদের হাতের মুঠোয়। আমাদের আশপাশে ঘটে চলা এনেক খবরই কিন্তু আমরা পেয়ে থাকি ইন্টারনেট থেকেই। ইন্টারনেটে মাঝেমধ্যেই ভাইরাল হয় নানা ভিডিয়ো। আর সেই ভিডিয়ো গুলির মধ্যে কিছু যেমন আমাদের শুধুই মজা দেয় তেমনই আবার কিছু ভিডিয়ো আছে, যা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। বিভিন্ন ফুড ব্লগাররাও এখন ভীষণ রকম অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায়। আর তাঁদের মারফত এই সব ভিডিয়ো পৌঁছে যাচ্ছে আমজনতার কাছে।

যেমন নাগপুরের এই বৃদ্ধ দম্পতি। নিজেদের জীবন চালাতে সত্তরোর্ধ্ব এই দম্পতির ভরসা ছোট্ট একটা খাবারের দোকান। চারবছর আগে শুরু করেন দোকান। সারাদিন এখানে খাবার বিক্রি করে যেটুকু আয় করেন সেই টাকা দিয়েই চলে সংসার। সকাল থেকে নাগপুরের ফুটপাথে তাঁদের দোকানে বিক্রি করেন তারি পোহা আর আলু বোন্ডা।

নাগপুরের খুব জনপ্রিয় ব্রেকফাস্ট মেনু হল এই দুটি খাবার। এই খাবার বেচে যে টুকু আয় করেন তাই দিয়েই চলে তাঁদের জীবন। আলু বোন্ডা কিছুটা আলুবড়ার মত। বাইরে থাকে বেসনের কোটিং। তারি পোহা আমাদের চেনা পোহার থেকে একটু অন্যরকম। এই পোহার সঙ্গে মেশানো হয় পনির আর পনিরের গ্রেভি। আর এই একপ্লেট পোহার দাম নেন মাত্র ১০ টাকা, আলু বোন্ডার দাম নেন ১৫ টাকা।

লকডাউনে তলানিতে ঠেকেছিল বিক্রিবাটা তখনন থেকেই যেন আরও বেশি সমস্যায় পড়েন এই বৃদ্ধ দম্পতি। সময়ে মেটাতে পারছিলেন না বাড়িভাড়াও। প্রতিদিন ভোরে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে ঠিক পাঁচটার সময় দোকান খুলে ফেলেন। তারপর এই জলখাবার বানিয়ে বিক্রি করেন দুপুর পর্যন্ত। কিছুদিন আগেই নাগপুরের দুই ফুড ব্লগার বিবেক আর আয়েষা এই দোকানে গিয়েছিলেন ব্রেকফাস্ট করতে। আর তারপরই তাঁরা এই পুরো ঘটনাটি ভিডিয়ো মারফত তুলে ধরেন তাঁদের ইন্সটাগ্রাম (eatographers)- এ। সেখান থেকেই এই পুরো ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো আপলোড করার পর এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক, কমেন্টের সংখ্যাও অনেক। ওই দুই ব্লগার সবার কাছেই আবেদন রেখেছেন, ভিডিয়োটি ছড়িয়ে দিন। যাতে আরও অনেক মানুষ আছেন এখানে খেতে সেই সঙ্গে এই দম্পতির পাশে দাঁড়াতেও আর্জি জানান।

এই ভিডিয়ো দেখে প্রচুর মানুষ অনেক রকম কমেন্ট করেছেন। একজন য়েমন খুব গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছেন। তাঁর কথায়, ওঁদের মুখে হাসি ফুটুক। যদি সব মানুষ তীর্থস্থানে অযথা দক্ষিণা না দিয়ে এই আর্ত মানুষগুলির পাশে দাঁড়ান তাহলে কিন্তু অচিরেই বদলে যাবে আমাদের দেশের ভবিষ্যত। অনেকেই আবার বলেছেন,এই দম্পতির দোকানের পোহা অসাধারণ। তবে সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। দোকানে খাবার বানানো থেকে বাসন মাজা সবই কিন্তু একার হাতে সারেন ওই দম্পতি। এমন ভিডিয়ো শেয়ার করার জন্য ওই ফুডব্লগারকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। আপনিও দেখুন ভিডিয়োটি। দম্পতির কথা শুনলে মন ছুঁয়ে যাবে আপনারও।

আরও পড়ুন: Viral Video: জন্মদিনের কেকের মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে গিয়ে মারাত্মক বিপদ, চুলে আগুন ধরে গেল মহিলার