Viral Video: দিবি না মানে! তুর্কি আইসক্রিম বিক্রেতাকে ‘তুর্কি নাচন’ দেখিয়ে ক্ষান্ত হলেন এই ব্যক্তি

Turkish Ice Cream Vendor: আইসক্রিম বিক্রেতা আইসস্টিক নিয়ে ক্রেতাদের সঙ্গে মজা করলে, তাঁর হাতে থেকে কেড়ে নেন এক ব্যক্তি। এমনকী, আইসক্রিম বিক্রেতার হাত থেকে জোর করে, চেপে ধরে স্টিক কেড়ে নিয়ে তিনি তা গালে পুরে দেন।

Viral Video: দিবি না মানে! তুর্কি আইসক্রিম বিক্রেতাকে 'তুর্কি নাচন' দেখিয়ে ক্ষান্ত হলেন এই ব্যক্তি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 11:36 AM

Latest Viral Video: তুর্কি আইসক্রিম বিক্রেতারা (Turkish ice cream vendor) তাঁদের নিজস্ব স্টাইলের আইসক্রিম পরিবেশনের জন্য সারা বিশ্বে বিখ্যাত। বিক্রেতারা সহজে গ্রাহকদের আইসক্রিম দেন না। কখনও কখনও গ্রাহকরা খুব রেগে যান, কিন্তু তুর্কি আইসক্রিম বিক্রেতা থামেন না এবং তাঁরা উপভোগ করতে থাকেন। কিন্তু এবার এমনই এক আইসক্রিম বিক্রেতার উপর রেগে গেলেন এক ব্যক্তি। এই ভিডিয়োয় প্রথমেই দেখা যাচ্ছে যে এক তুর্কি আইসক্রিম বিক্রেতা গ্রাহকের সঙ্গে মজা করছেন। আইসক্রিম বিক্রেতা আইসস্টিক নিয়ে ক্রেতাদের সঙ্গে মজা করলে, তাঁর হাতে থেকে কেড়ে নেন এক ব্যক্তি। এমনকী, আইসক্রিম বিক্রেতার হাত থেকে জোর করে, চেপে ধরে স্টিক কেড়ে নিয়ে তিনি তা গালে পুরে দেন। শুধু তাই নয়, বিক্রেতার হাত থেকে আইসক্রিমের স্টিক কেড়ে নিয়ে তিনি তা খেতে শুরু করেন। তারপর আইসক্রিম বিক্রেতা খুব নম্রভাবেই তাঁকে টিস্যু দেন মুখ মুছতে। আশেপাশের সকলে ওই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়।

তুর্কি আইসক্রিম বিক্রেতা তাঁর নিজস্ব স্টাইলে আইসক্রিম পরিবেশন করছিলেন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও, হঠাৎ করে ওই গ্রাহক কার্যত মেজাজ হারিয়ে ফেলেন। আইসক্রিমের উপরেই ঝাঁপিয়ে পড়েন। নেটিজেনরাও বিভিন্ন কমেন্ট করেছেন ভিডিয়ো দেখে। কেউ বলেছেন, “উনি মনে হয় জানতেনই না যে তুর্কি আইসক্রিম বিক্রেতারা এইভাবে আইসক্রিম বিক্রি করে। তাই উনি রেগে গেলেন।” কেউ আবার মজার ছলে লিখেছেন, “আইসক্রিম বিক্রেতা বুঝতেই পারেননি যে তার সঙ্গে এমনটা হবে।” তৃতীয় এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি অনেককেই দেখেছি এভাবে রেগে যেতে। যদি রেগেই যাবেন তাহলে এদের কাছে যান কেন!” আবার এক নেটিজেন লিখেছেন, “আইনসক্রিম কোন দিয়ে গ্রাহকদের আইসক্রিম পরিবেশন করার সময়ে উত্যক্ত করা একপ্রকার স্টাইল হয়ে গিয়েছে এদের।”